পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ፃb” স্ত্রী-রোগ ।

হইয়। পুর্ণ গর্তের অনুরূপ আয়তন বিশিষ্ট হইলে পাকস্থলীর সঞ্চাপের লক্ষণ উপস্থিত হওয়ায় আহ্বারের পর অস্বস্থত অনুভব করে—বিৰমিষ বা বমন হইতে পারে। ইহার পূৰ্ব্বে সাধারণ স্বাস্থ্য অক্ষুণ্ণ ছিল, এই সময় হইতে পোষণ কার্য্যের বিঘ্ন হয়, অত্যন্ত বমন হইতে থাকিলে শীঘ্রই দুৰ্ব্বলা হয়। ডায়ক্রাম পেশী সঞ্চাপিত হওয়ার শ্বাসকৃচ্ছতা এবং হৃদপিণ্ড সঞ্চাপিত হওয়ায় শোণিতসঞ্চালমের বিয় ও সামান্য পরিশ্রমে স্বৰেপন উপস্থিত হয়। অভ্যন্তর হইতে সমস্ত উদরপ্রাচীর সঞ্চাপিত হওঁয়ায় নিম্ন ভেনাকেভা কইতে শোণিত সঞ্চালিত হইতে পারে না, তৰ্জ্জন্য পদ, যোনি এবং উদর প্রাচীরের নিম্নাংশে শোখ উপস্থিত হয় । মূত্ৰযন্ত্র পীড়িত হওয়ায় মূত্রের পরিমাণ অল্প এবং অগুণাল মিশ্রিত হয়। ইউরিটার সঞ্চাপিত হইলে হাইড্রো-নিফ্রোসিস্ হইতে পারে কিন্তু ইহা অতি বিরল। অর্বুদ অত্যন্ত বৃহৎ হইলে সঞ্চাপের লক্ষণসমূহ প্রবল হয়— অম্বাইলাইকেল হাৰ্ণিয়, অশঃ, পদে শোথ, উদর অত্যস্ত স্ফীত, তাহার বাহ শিরাসমুহ সুস্পষ্ট, স্ফীত ও বক্র ; এবং উদরের ত্বকে চিহ্ন উপস্থিত হয় । পোষণ কার্য্যের বিঘ্ন হওয়ায় রোগিণী ক্রমে ক্রমে জীর্ণাশীর্ণ হইয়। কঙ্কালাবশিষ্টে পরিণত হয় । মুখমণ্ডল বিশেষ লক্ষণযুক্ত—চিস্তা ও ক্লান্তিব্যঞ্জক-নাসার স্বক্ কুঞ্চিত, নয়নদ্বয় কোটরনিমগ্ন, নাসাপুট তীক্ষ-প্রসারিত, অধরোষ্ট দীর্ঘ সঞ্চাপিত, মুখের কোণ অবনত, কোণের পাশ্বত্বক্ কুঞ্চিত বন্ধুর ইত্যাদি লক্ষণযুক্ত বিশেষ প্রকৃতি বিশিষ্ট মুখমণ্ডল ফেসিস্ ওভেরিকা ( Facies ovarica) aicw ख्ड হয় | বৃহৎ মৰ্ব্বদ জন্য আৰতকীয় শারীরিক পরিশ্রমে দীর্ঘকাল পয়াস্থ্য থাকার ফলে হৃদপিণ্ড ও অন্যান্ত যন্ত্রে মেদাপকর্ষত উপস্থিত হয় । { উপসর্গ মধ্যে অস্ত্রাবরক ঝিল্লির প্রদাহ, প্রধান। সীমাৰিশিষ্ট স্বানে সামান্ত প্রদাহ হইলে সংযোগ দ্বারা আবদ্ধ হয় সত্য ৰুি