পাতা:স্ত্রী-রোগ.djvu/৫৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NV-ෆ স্ত্রী-রোগ । অথবা ইলিয়মের অগ্র উর্দ্ধ স্পাইন হইতে নাভী পর্যান্তের পরিমাপ অধিক হয় । অৰ্ব্বদের সীমা নির্দিষ্ট হইতে পারে। উদর ত্বক পাতলা এবং সটান হওয়া ব্যতীত অপর কোন অস্বাভাবিকাবস্থা উপস্থিত হয় না । কিন্তু মৃত্যন্ত বৃহৎ হইলে মুস্পট শিরা এবং লিনিয়া এলবিকেল দৃষ্ট হয়। অৰ্জুনের সীমামধ্যে তরল দ্রব্য সঞ্চালন অনুমিত হয়, তরঙ্গ সুস্পষ্ট কিন্তু উদরীর অনুরূপ তত বাহস্থিত বোধ হয় না । মধ্য স্থলের প্রতিঘাত শব্দ নিরেট, অবস্থানপরিবর্তনে ইহার কোন পরিবর্তন উপস্থিত হয় না। অর্বুদের পার্শ্বে অন্ত্র বর্তমান থাকায় শূন্তগর্ড শৰ উপস্থিত হয়, সচরাচর মৰ্ব্বদের পশ্চাতে জরায়ু স্থানভ্রষ্ট হয়। অঙ্গুলী দ্বারা যোনি পরীক্ষা করিলে জরায়ু উদ্ধে আকৰ্ষিত এবং তাছার গ্রীব ক্ষুদ্র অনুমিত হইতে পারে। ট্যাপ করিয়। তরল পদার্থ বহির্গত করিলে পীঙাভ বর্ণ, চটচটে আঠাবৎ বা অন্ত প্রকৃতির তরল পদার্থ নির্গত হয় ; তন্মধ্যে তৈল কণ, রক্তধর্ণ, নানাবিধ ইপিথিলিয়াল কোষ, কোলেষ্টরিণ ইত্যাদি ¢ल शृ1 शॉम्न ! গর্তের প্রথম লক্ষণের অনুরূপ—বমন, বিবমিষ৷ ইত্যাদি এবং স্তন বৃঙ্কং ও তন্মধ্যে দুগ্ধ সঞ্চার ইত্যাদি হইতে পারে, কিন্তু গর্ডের নির্দিষ্ট নিয়মে উদর বৰ্দ্ধিত হয় না । ক্রণের হৃদপিণ্ডের শব্দ শ্রত হওয়া যায় না। জরায়ু আকুঞ্চিত হয় না, জরায়ু-গহবর বৰ্দ্ধিত হয় মা, গ্রীব কোমল এবং লম্বিত হয় না। নাভী উচ্চ, বৰিমুৰ্থী, পাতলা বা জলজলে বোধ হয় না। अर्जुन জরায়ুসহ সঞ্চালিত হয় না । জরায়ুর সহিত অৰ্ব্বদের সংযোগ থাকে না। কম্প, উত্তাপ বুদ্ধি, বেদন এবং রজনীতে জরায়ুভৰুের ইতি বৃত্ত থাকে না। চৈতন্যহারক ঔষধ প্রয়োগ করার জৰ্ব্বদের আয়ত? হ্রাস হয় না। মুত্রাশয় হইতে মুত্র বহির্গত কৰিলে অর্বুদের স্বায়তন হয় না। শরীরের অন্য কোন স্থানে স্থলত্ব থাকে না। অর্বুদের পদার্থের আপেক্ষিক গুরুত্ব অত্যস্ত অল্প নহে, সহসা সংষত হয় না,