পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nණ් - স্ত্রী-রোগ । পুরুষের চিকিৎসা প্রণালী বর্ণন বক্ষ্যমান গ্রন্থের বিষয়ীভূত নহে । বন্ধ্যত্বের চিকিৎসার জন্ত যত রোগিণী আমাদিগের চিকিৎসাধীনে আইসে, তাহার এক পঞ্চমাংশ কেবল জননেজিয়ের ভিন্ন ভিন্ন অংশের অসম্পূর্ণ পুরিবর্ধনের ফল । অগুশিয়ের অভাব কিম্ব অসম্পূর্ণ পরিবর্দ্ধনজনিত আৰ্ত্তৰ শ্ৰাবভাবের চিকিৎসায় কোন স্বফল হয়না, তাহ পূৰ্ব্বে উল্লেখ করা হইয়াছে। এতৎসহ জরায়ুর অসম্পূর্ণাবস্থাও বর্তমান থাকিতে পারে । চিকিৎসায় তাঙ্গবো কোন প্রতিকার হইতে পারে না । জরায়ুর গহবর না থাকিলে সন্তান ষ্টতে পারে না কিন্তু শুক্রগমনোপযুক্ত রন্ধ, বর্তমান থাকিলেই গর্ভ হইতে পারে। ভ্রণ ধারণ এবং প্রসব জরায়ুর কার্য্য ; গর্ভোৎপওির সহিত ইহার সম্বন্ধ অল্প ; সুতরাং ষ্টেম পেশারী ইত্যালি প্রবেশ করাইয়া জরায়ু পরিবৰ্দ্ধিত করিয়া গর্ভোৎপত্তির আশা কর। যাইতে পারে না । এই অবস্থায় বৈদ্যুতিক স্রোত পরিচালিত করিয়াও কোন স্বফল হইতে দেখা যায় না । জরায়ুগ্ৰীবার অভ্যন্তর কিম্ব বাহমুখের অবরোধ বর্তমান থাকিলে তাঙ্গা কৰ্ত্তন কিম্বা ডাইলেটার দ্বারা প্রসারিত করিয়। দিলেই সস্তান হইতে পাবে। গ্রীবাব বাহমুখের রন্ধ, অত্যন্ত স্বক্ষসত্বেও অন্তঃসত্ত্বা হইতে দেখা যায় । এইরূপ স্থলে প্রথম প্রসব সময়ে প্রসব হইতে অত্যন্ত বিলম্ব হইতে দেখা যায় । © _. আক্ষেপ সমন্বিত রজ:কচ্ছপীড়। বর্তমান থাকিলে স্ত্রীলোক বন্ধ্য হয়। এইরূপ স্থলে জরায়ুগ্ৰীবারন্ধ প্রসারিত করিলে পীড়" আরোগ্য এবং সস্তান হইতে পারে। বাহমুখ অত্যন্ত ক্ষুদ্র এবং গোলাকাৰ হইলে গ্রীবাব যোনিস্থিত অংশের প্রাচীর বিভক্ত এবং তাছার অভ্যন্তর মুখ প্রসারিত করাই সৎপরামর্শ সিদ্ধ। এষ্টরূপ অবস্থায় জরায়ু গহবরে ষ্টেম পেশারী স্থাপন করিলেও উপকার হঠতে পারে। ষ্টেম পেশারীর ফলে গ্রীব। প্রসারিত ন হইলে বন্ধ্যত্বের প্রতীকার হওয়া সম্ভব নহে ।