পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশ দেশের অবস্থা ত আমি জানি, কিন্তু আরও ত ঢের দেশ আছে, তারা নারীর দাম সেখানে কি দিয়েছে ? পুথি পত্র ঘেটে যে সত্য বেরিয়ে এল, ত’ দেখে একেবারে আশ্চৰ্য্য হয়ে গেলাম। পুরুষের মনের ভাব, তার অন্যায় এবং অবিচার সর্বত্রই সমান। নারীর ন্যায্য অধিকার থেকে কম বেশী প্রায় সমস্ত দেশের পুরুষ তাদের বঞ্চিত করে’ রেখেচে । সেই পাপের প্রায়শ্চিত্ত তাই আজ দেশ জুড়ে আরম্ভ হ’য়ে গেছে। স্বার্থ এবং লোভে, পৃথিবীজোড়া যুদ্ধে পুরুষ ষখন মারামারি কাটাকাটি বাধিয়ে দিলে তখনই তাদের প্রথম চৈতন্য হ’ল, এই রক্তারক্তিই শেষ নয়, এর উপরে আরও কিছু আছে। পুরুষের স্বার্থের যেমন সীমা নেই, তার নির্লজ্জতারও তেমনি অবধি নেই। এই দারুণ দুদিনে নারীর কাছে গিয়ে দাড়াতে তার বাধল না। আমি ভাবি, এই বঞ্চিতার দান না পেলে এ সংসার-ব্যাপী নরষজ্ঞের প্রায়শ্চিত্তের পরিমাণ আজ কি হ’ত ? অথচ, এ কথা ভুলে যেতেও আজ মাল্লষের বাধে নি । আজ আমাদের ইংরাজ Governmentএর বিরুদ্ধে ক্রোধ ও ক্ষোভের অন্ত নেই । গালিগালাজও কম করিনে। তাদের অন্যায়ের শাস্তি তারা পাবে, কিন্তু কেবলমাত্র তাদেরই ক্রটির উপর ভর দিয়ে আমরা যদি পরম নিশ্চিন্তে আত্মপ্রসাদ লাভ করি তার শাস্তি কে নেবে ? এই প্রসঙ্গে আমার কন্যাদায়গ্ৰস্থ বাপ-খুড়া-জ্যেঠাদের ক্রোধান্ধ মুখগুলি মনে পড়ে। এবং সেই সকল মুখ থেকে যে সব বাণী নির্গত হয় তা’ও মনোরম নয়। তারা আমাকে এই বলে’ অনুযোগ করেন, আমি আমার বইয়ের মধ্যে কন্ত-পণের বিরুদ্ধে মহা হৈ চৈ করে তাদের কন্যাদায়ের সুবিধে করে দিইনে কেন ? SS