পাতা:স্বদেশ ও সাহিত্য-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরাজ সাধনায় নারী এ কথা তার মন্দ চেষ্টায় করলেও সত্য, তার ভাল চেষ্টায় করলেও সত্য । দশের তিনি অনেক মঙ্গল করে গেছেন, কিন্তু তাদের মাহ্য হতে দেননি। তাই তাকেও মৃত্যুকালে বলতে হয়েছে "All_my_l; į have been but a slavsdrivery se sfag ito risia কত বড় গ্লানি করে যে গেছেন সে কেবল জগদীশ্বরই জেনেছিলেন। আমার জীবনের অনেকদিন আমি Sociologyর পাঠক ছিলাম। দেশের প্রায় সকল জাতিগুলিকেই আমার ঘনিষ্ঠভাবে দেখবার সুযোগ হ’য়েছে,—আমার মনে হয় মেয়েদের অধিকার যার যে পরিমাণে খৰ্ব্ব করেছে, ঠিক সেই অনুপাতেই তারা, কি সামাজিক, কি আর্থিক, কি নৈতিক সকল দিক দিয়েই ছোট হ’য়ে গেছে। এর উন্টে দিকটাও আবার ঠিক এমনি সত্য। অর্থাৎ, যে জাতি যে পরিমাণে তার সংশয় ও অবিশ্বাস বর্জন করতে সক্ষম হ’য়েছে, নারীর মনুষ্যত্বের স্বাধীনতা যারা যে পরিমাণে মুক্ত করে দিয়েছে,—নিজেদের অধীনতা-শৃঙ্খলও তাদের তেমনি ঝরে গেছে। ইতিহাসের দিকে চেয়ে দেখ। পৃথিবীতে এমন একটা দেশ পাওয়-যাবে না যার মেয়েদের মানুষ হ’বার স্বাধীনতা হরণ করেনি। অথচ, তাদের মনুষ্কৃত্বের স্বাধীনতা অপর কোন প্রবল জাত, কেড়ে নিয়ে জোর করে রাখতে পেরেছে। কোথাও পারেনি,—পারতে পারেও না, ভগবানের বোধ হয় তা আইনই নয়। আমাদের আপনাদের স্বাধীনতার প্রযত্বে আজ ঠিক এই আশঙ্কাই আমার বুকের উপর জাতার মত বসে আছে। মনে হয়, এই শক্ত কাজটা সকল কাজের আগে আমাদের বাকী রয়ে গেছে, ইংরাজের সঙ্গে যার কোন প্রতিদ্বন্দ্বিত নেই। কেউ যদি »ማ