পাতা:স্বপ্নময়ী নাটক.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । &> রাজা । তাই তো–তাই তো।– স্বপ্ন। সেই মোর জননীর সুবিমল যশ– সে যশে যে করে বিন্দু কলঙ্ক অর্পণ তাদের যে মিত্র বলি আলিঙ্গন করে, যদি বা সে ভাই হয়, পুত্র, পিতা হয়, তবু সে মায়ের শত্র, শক্ৰ দে দেশের। ভাই বল বন্ধু বল পুত্র পিতা বল মাতৃভূমি চেয়ে কেহ নহে আপনার । রাজা। এ কি কথা ! এ কি কথা –থামো স্বল্পময়ি— আর না—আর ন!— মন্ত্রী। রাজকুমারী ও কথা আর মুখে এনে না—কি সৰ্ব্বনাশ কর্চ তা কি তুমি জানো না ?—কে এই সকল কথা শুনে ফেলবে— কি সৰ্ব্বনাশ ! রাজা। তাইতে একি !—মন্ত্রি –তুমি এখন যাও মা—ও সব কথা খবৰ্দ্দার মুখে এনে না—যাও— স্বপ্ন। ধিক ধিক শত ধিক্ সেই কাপুরুষে, ভাই হোক, পিতা হোকৃ শত্র সে দেশের । (স্বপ্নের সবেগে প্রস্থান।) রাজ। এ কি ব্যাপার ? মন্ত্রি ? মন্ত্রী। ব্যাপার আর কি মহারাজ, এ বিদ্রোহ-আপনি তে৷ শাসন করবেন না-সম্রাট টের পেলে বলুন দেখি কি সৰ্ব্বনাশ হবে ?