এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
28 স্বপ্নময়ী নাটক । দ্বিতীয় গর্ভাঙ্ক । سیستمهچمهمصدومیت Hv রাজসভা । রাজা কৃষ্ণরাম, আনন্দরাম s কতিপয় পণ্ডিত। রাজা। নারদ যুধিষ্ঠিরকে বলেছিলেন “সস্তুষ্টস্য নিরীহস্য স্বাত্মারামস্য যং সুখং কুতস্তং কামলোভেন ধাবতোহ্র্থেস্পয়া দিশঃ” যিনি সস্তুষ্টচিত্ত, চেষ্টাহীন, এবং আত্মানন্দ সম্ভোগে রত র্তাহার যে সুখ, যাহার অভীষ্ট লোভে ধনোপার্জনের নিমিত্ত দিকে দিকে ধাবিত হয় তাদের সে মুখ কোথায় ? আননা। মহারাজ শুধু অর্থের উপার্জনে কেন, রক্ষণেও ক্লেশ। পঞ্চদশীকৰ্ত্তা লিখেছেন— “অর্থানামৰ্জনে ক্লেশস্তথৈব পরিরক্ষণে— নাশে দুঃখং ব্যয়ে দুঃখং গির্থান ক্লেশকারিণঃ”— বল্চেম:-অর্থের অর্জনে ক্লেশ, পরিরক্ষণে ক্লেশ, নাশে দুঃখ, ব্যয়ে দুঃখ—এমন যে ক্লেশকারী অর্থ তাকে ধিক।