পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 هد ভগবান আমার প্রতি স্বপ্রসন্ন,- তাই এত দিনে গুরুদর্শন পেলুম। আমার আর কিছু বলার নেই আপনি আমার চিরাকাঙ্ক পূর্ণ করন- সত্য মঙ্গল মন্ত্রে আমাকে দীক্ষিত করুন। কানে কানে নয়, মৃদ্ধস্বরে নয়, আকাশভেদী সেই মন্ত্রধ্বনিতে সচেতন হয়ে উঠে—বিশ্বজগৎ সমস্বরে আমার সঙ্গে ব’লে উঠুক - ‘অধতোমা সদসময়-- তমসোম জ্যোতিৰ্গময়।’ ঋষিমুখে যেন বেদগান ধ্বনিত হইল, সকলে কুছক-মুগ্ধ হইয়া শুনিলেন। এই সময় অনাদি, হাসি ও কৃষ্ণলাল অtসিয়া পৌছিলেন। জ্যোতিৰ্ম্ময়ী সহস্তে র্তাহীদের প্রতি একবার দৃষ্টিপাত করিয়া পূর্ণ কণ্ঠে মুস্পষ্ট উচ্চারণে আবার গাষ্টিলেন ;--- “আসতোমা সদগময়—তমসোম জ্যোতিমগঞ্জशू५उाistश्र४१ १भग्न-- " স্বর্ণকুমারী দেবীর গ্রন্থাবলী জ্যোতিৰ্ম্ময়ীকে খিরিয়া বসিয়া তাহারা অশ্রপাত করিতে লাগিলেন। গুরুদেব বলিলেন—“কেঁদে ন৷ তোমরা ; রাজকন্তার ইচ্ছা পূর্ণ কর। জিঘাংসা দ্বারা যে ভারতের মুক্তি নাই, রাজকন্যার উপদেশে এ সত্য আমার মৰ্ম্মের শিরা-উপশিরায় অঙ্কিত হয়ে গেছে। এস, আমরা সকলে মিলে আজ এই পবিত্র শোকসভায়-অহিংস-মন্ত্র গ্রহণ ক’রে দেশ-মঙ্গলএত ধারণ করি। এ সভার প্রেসিডেণ্ট আজ স্বয়ং রাজকন্যা জ্যোতিৰ্ম্ময়ী।" কৃষ্ণলাল প্রাণ ভরিয়া বলিয়া উঠিলেন— 44 હુંજ অদূরে ধ্বনিত হইল— “বন্দে মাতরমৃ** নব-বিবাহিত দম্পতি পণ্ডিতমহাশয় ও কুনাবলি রাজকন্যা-দর্শনে আসিয়াছেন – >মণ শু