পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨68 কেন, আমি ত সত্যই মনে করি, এরা যদি স্বাধীন হ’তে পারে ত হোকৃ। তবে কথা হচ্ছে এই যে, তোমাদের এক কড়ার সামর্থ্য নেই ঘরে একটা অস্ত্র রাখবার পর্য্যন্ত অধিকার নেই, আর দু'একটা বোমা ছুড়ে দেশ উদ্ধার করতে চাও তোমরা, তা ত আর হ’তে পারে না। যদি সত্য লড়তে পার ত লড়, তাতে কারও কিছু বলবার নাই। কৃতকাৰ্য্যতাতে পাপম্পৰ্শ করতে পারে না, কিন্তু এরূপ গুপ্তহত্যার উপদ্রব নিতান্তই নিৰ্ম,দ্ধিত' (Silliness) • আমি বলিলাম, “আপনি বলছেন নিৰ্ব্বদ্ধিত —কেন না, তাদের হাতে অস্ত্র-শস্ত্র নাই,--কিন্তু আমার মতে তারা নিৰ্ব্বোধ, কেন না, এরূপ অধৰ্ম্ম আচরণকে তার দেশমুক্তির উপায় স্বরূপ মনে করছে। কিন্তু আমি ত আগেই বলেছি, খুন-জখম ত আমাদের দেশের idea নয়, এটা হচ্ছে আপনাদের দেশের আদর্শ। দেখেছেন ত, যারা এ সব কাযে লিপ্ত, তারা সকলেই প্রায় ছেলে-ছোকরা । আলিপুরের বিচারাধীনে ১•১৫ বছরের ছেলে পৰ্য্যস্ত আছে। এ রকম বাচ্ছাদের কাছ থেকে দুরদশিত বা বিবেচনা প্রত্যাশা করা যায় না। দেশমঙ্গলের ইচ্ছ। ভূতের মত তাদের পেরে বসেছে। এই উত্তেজনার আবেগে তারা কি করছে বা না করছে, তা নিজেই তারা জানে না।” মিঃ । কিন্তু ছেলেরা যে শুধু উপলক্ষ মাত্র। এখানে বুড়োলোকেই ত তাদের উত্তেজিত ক’রে তুলছে। আমি যদি গভর্ণমেণ্ট হতুম, তা হ’লে এ দেশের ধরণেই এ দেশের বিচার কর্তুম। অর্থাৎ বিচারের কোন আড়ম্বর না ক’রে যেখানেই seditionএর সন্দেহ, সেইখানেই লটকে দেবার হুকুম স্বর্ণকুমারী দেবীর গ্রন্থাবলী চালাতুম। যেমন এ দেশে আগে মুসলমান সম্রাটরা করতেন । কথাটা অত্যন্ত অসহ্য হইয়া উঠিল। আf ইতঃপূৰ্ব্বেই বিদায় লইয়া উঠিয়া দাড়াইয়াছিলাম চলিতে চলিতে বলিলাম, ঈশ্বরকে ধন্যবাদ যে, আপনি সম্রাট নন। তবে আপনি রাজা হ’লে আপনার রাজ্য যে স্থায়ী হ’ত না, এটা ধ্রুব নিশ্চয়। অত্যাচারবশতঃই মুসলমান-রাজত্ব লোপ পেয়েছে।” আশা ছিল, এ কথার পর তিনি আর কিছু বলিবেন না। কিন্তু তাহার ঘাড়েওঁ তখন ভূত চাপিয়াছিল। আত্মসংবরণে তিনি সম্পূর্ণ অক্ষম। আমাকে গাড়ী পর্য্যস্ত পৌছাইয়া দিবার সেই স্বল্প সময়টুকুর একটি মুহূৰ্ত্তও অপব্যয় না করিয়া চলিতে চলিতে বলিলেন, “তা কেন । আমি চূড়ান্ত শাস্তির বিধানে চূড়ান্তভাবে সমস্ত crimeএর উচ্ছেদসাধন কর্তুম ।” আমি বলিলাম, “কিন্তু পৃথিবী তাতে স্বৰ্গ হয়ে উঠতে মনে হয় না । বরঞ্চ মানুষের আর্তনাদ নরকের ভীষণতাকেও ছাপিয়ে উঠতো। সে যাইহোক, গভর্ণমেণ্ট যদি আপনার উপদিষ্ট নীতি অনুসারে চলেন, আমিও তাতে আপত্তি দেখি না। আমরা অযোগ্য হ’লে আমাদের নিধনই শ্রেয়: । যোগ্যের রক্ষণই জগতে প্রার্থনীয় ।” কোচম্যান গাড়ী চালাইয়া দিল । আমার কথার উত্তরে তিনি যদি আরও কিছু বলিয়া থাকেন, তাহা আর শুনিতে পাইলাম না । ইহার পর তাহদের সহিত আমি আর কোন সম্পর্ক রাখি নাই।