পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্দশ বল্পী। অবতার পুরুষের সাক্ষাৎসম্পর্কে আসে, তাদের জীবৎকালে 'স্ট্ররূপ দল ফল সচরাচর হয় না। সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোক ঝলসে যায় ; অহঙ্কার, অভিমান, হীনবুদ্ধি, সব ভেসে যায়। কাজেই ‘দল ফল” কক্সবার তাদের অবসর হয় না । কেবল যে যার নিজের ভাবে তাকে হৃদয়ের পূজা দেয়। শিষ্য। মহাশয়, তবে কি ঠাকুরের ভক্তেরা সকলেই তঁহাকে ভগবানু বলিয়া জানিলেও, সেই এক ভগবানের স্বরূপ DDDB D DD uDD BDB DS LL DBDuD uBBB শিষ্য-প্রশিষ্যেরা, কালে এক একটি ক্ষুদ্র গণ্ডীর ভিতরে পড়িয়া ছোট ছোট দল বা সম্প্রদায়সকল গঠন করিয়া दंगं ? l: স্বামিজী। হা ; এ জন্য কালে সম্প্রদায় হবেই। এই দ্ব্যাখানা, চৈতন্যদেবের এখন দু’। তিন শ” সম্প্রদায় হয়েছে ; ধীশুর হাজার হাজার মত বেরিয়েছে ; কিন্তু ঐ সকল সম্প্রদায়ই চৈতন্যদেব ও যীশুকেই মানুছে। শিষ্য। তবে শ্ৰীরামকৃষ্ণদেবের ভক্তদিগের মধ্যেও কালে, বোধ इग्र, दछ नष्टगांग्र हैigांक्षेत्र ? । স্বামিৰ্জী। হবে বই কি। তবে আমাদের এই যে মঠ হচ্ছে, তাতে সকল মতের, সকল ভাবের সামঞ্জস্ত থাকবে। ঠাকুরের যেমন উদার মত ছিল, এটা ঠিক সেই ভাবের কেন্দ্ৰস্থান হবে ; এখান থেকে যে মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরুবে, তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে। SOS