পাতা:স্বামি শিষ্য সংবাদ (পূর্ব কাণ্ড).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামি-শিষ্য-সংবাদ । এইরূপ কথাবাৰ্ত্ত হইতে হইতে সকলে মঠভূমিতে উপস্থিত হইলেন। স্বামিজী স্কন্ধস্থিত কৌটাটী জমীতে বিস্তীর্ণ আসনােপরি নামাইয়া, ভূমিষ্ঠ হইয়া প্ৰণাম করিলেন। অপর সকলেও প্ৰণাম করিলেন । । অনন্তর স্বামিজ পুনরায় পূজায় বসিলেন। পূজান্তে যজ্ঞান্ধি প্ৰজালিত করিয়া হােম করিলেন, এবং সন্ন্যাসী ভ্রাতৃগণের সাহায়ে, স্বহস্তে পায়সান্ন প্ৰস্তুত করিয়া ঠাকুরকে নিবেদন করিলেন। বোধ BDS D DDD g uDBBB DD DBBDBDB BDBD BDB BBD করিয়াছিলেন। সে যাহা হউক, পূজা সমাপন করিয়া স্বামিজী সাদরে সমাগত সকলকে আজ্ঞান ও সম্বোধন করিয়া বলিলেন“আপনারা আজ কায়মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল, ‘বহুজনহিতায় বহুজনসুখায়৷” এই পুণ্যক্ষেত্রে অবস্থান করিয়া, ইহাকে সর্বধৰ্ম্মের অপূৰ্ব্ব সমন্বয়া-কেন্দ্ৰ করিয়া রাখেন।” সকলেই করযোড়ে ঐশ্নরূপ প্রার্থনা করিলেন। পূজান্তে স্বামিজী শিষ্যকে ডাকিয়া বলিলেন"ঠাকুরের এই কোঁটা ফিরাইয়া লইয়া যাইতে আমাদের (সন্ন্যাসীদের) কাহারও আর অধিকার নাই ; কারণ, আজ আমরা ঠাকুরকে এখানে বসাইয়াছি। অতএব তুই-ই মাথায় করে ঠাকুরের এই কৌটা তুলে মঠে (নীলাম্বরবাবুর বাগানে) নিয়ে চল।” শিষ্য কোঁটা স্পর্শ করিতে কুষ্ঠিত হইতেছে দেখিয়া বলিলেন-“ভয় নাই, কর, আমার আজ্ঞা ।” শিষ্য তখন আনন্দিতচিত্তে স্বামিজীর আজ্ঞা শিরোধাৰ্য্য করিয়া কৌটা মাথায় তুলিয়া লইল, এবং শ্ৰীগুরুর আজ্ঞায় ঐ কৌটার স্পর্শাধিকার লাভ করিয়া আপনাকে 8