পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামকৃষ্ণমিশন প্ৰতিষ্ঠা। স্বামিজী তাহার গৃহে প্রবেশ করিয়া যেমনি তঁহার মুস্তকে হস্তার্পণ কবিলেন অমনি সেই প্ৰবল জর মন্দীভূভ হইতে লাগি এবং কিযৎকালের মধ্যে একেবারে অন্তৰ্হিত হইল। যে রোগী বোগাযাতনায় ছটফট করিতেছিলেন তিনি বেশ শাস্তু সুস্থ হইয়া উঠিলেন। ইনি বড় ভাবপ্রবণ ব্যক্তি ছিলেন এবং সঙ্কীৰ্ত্তনাদিয় সময়ে মাঝে মাঝে দশা প্ৰাপ্ত হইতেন। ঐ অবস্থায় তিনি মািটতে শুইষা পড়িয হাত পা ছুড়িতেন ও চীৎকার বা গো গো করিতেন। --সে এক বিষম কাণ্ড। একদিন কিন্তু স্বামিজী ঘক্ষে হস্ত স্পর্শ করিযা দেন। আশ্চৰ্য্যের বিষয়, সেই হইতে ভঁাহার BDBBLDuBB DDDB DBD Sq BDLLgg DDD S DB sD S SDD জ্ঞানযোগ ও অদ্বৈতবাদের অতিশয় পক্ষপাতী হুইয়া উঠেন। * দাৰ্জিলিঙ্গে স্বামিজী পূৰ্ব্বাপেক্ষা কিঞ্চিৎ সুস্থবোধ করিলেও মোটের উপর বড় ভাল ছিলেন না। এই সময়ে তঁহার স্বাস্থ্য এত অধিক পরিমানে ভগ্ন হইষাছিল যে চিকিৎসকেরা উর্তাহাক কোনও প্রকার শারীরিক বা মানসিক পরিশ্রম, এমন কি পুস্তক পৰ্য্যন্ত পাঠ করিতে নিষেধ কবিয়াছিলেন । কিন্তু তিনি অলসভাবে দিনযাপন মৃত্যু অপেক্ষাও কষ্টকর মনে করিতেন। সুতরাং দুইমাস পরে পুনরায় কাৰ্য্যানুরোধে কলিকাতায় ফিরিয়া আসিলেন । 密 কলিকাতায় আসিয়া এ সময়ে অন্যান্য কৰ্ম্মের মধ্যে স্বামিজী নিম্নলিখিত কয় ব্যক্তিকে সন্ন্যাসধৰ্ম্মে দীক্ষিত ক্ষুরেন - বিরজানন্দ, নিৰ্ভয়ানন্দ, প্ৰকাশানন্দ ও নিত্যানন্দ । তন্মধ্যে বিরজানন্দ প্ৰায় ১৮৯১ সাল হইতে মঠে অবস্থান করিতেছিলেন। 鸣发?