পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । এবং পরের দুইজন স্বামিজীর পাশ্চাত্যদেশে অবস্থানকালে মঠে মোগদান করেন। সর্বশেষোল্লিখিত ব্যক্তি স্বামিজী অপেক্ষা বিষসে অনেক বড় ছিলেন এবং স্বামিজীর ভারতগমনের অব্যবহিত পূৰ্ব্বে মঠে আসিয়া উপস্থিত হন। মঠের সন্ন্যাসিগণের মুখে শোনা যায়। ইহাদের মধ্যে একজনের পূর্বজীবন ভাল ছিল না বলিষা তঁহাদের অনেকেই তাহাকে সন্ন্যাস প্রদানের ঘোরতর বিরোধী ছিলেন। কিন্তু স্বামিজীী বলিলেন “আমরা যদি পাপী তাপী দীন দুঃখী পতিতের উদ্ধারসাধনে পশ্চাৎপদ হই, তা হ’লে কে আব তাদের দেখবে ? তোমাবা এ বিষযে কোনরূপ প্ৰতিবাদী হাইও না । আর তা’ ছাড়া ও ব্যক্তি সিখন মঠে আশ্রয নিযেছে তখন এটা বোঝা যাচ্ছে ওর মন বদ’লে গেছে। আর তোমরা যদি অসৎ ব্যক্তিদিগকে সংশোধন ক’ত্তে পারেন্ধব না। মনে কর, তবে গেরুষা ধারণ করেছ কেন, আর আচাৰ্য্য হতে যােচ্ছ কি ব’লে ? স্বামিজীর ইচ্ছাই বলবতী হইল। অনাথশরণ পতিতপাবন স্বামিজী নিজ কৃপাগুণে র্তাহাকে সন্ন্যাস দিতে স্বকৃতসঙ্কল্প হইলেন। আর সকলের আপত্তি ভাসিযা গেল। দীক্ষা যথাবিধি সম্পন্ন হইল। দীক্ষালাভেক্ষুগণ দীক্ষা গ্রহণের পূর্বদিবস মস্তকামুণ্ডন, উত্তরীয় ধারণ ও নিজ নিজ শ্ৰাদ্ধ সম্পাদনা করিলেন। স্বামিজী অতিশয় উৎসাহ সহকারে তঁহাদিগের অভীষ্ট পূরণ করিালেন, বলিলেন “সংসারে আজ থেকে এদের মৃত্যু হ’ল, কাল থেকে এদের মুক্তন দেহ, নূতন চিন্তা, নূতন পরিচ্ছদ হবে-এবা ব্ৰহ্মচর্য্যে প্ৰদীপ্ত হ’য়ে জলন্ত পাবকের ন্যায় অবস্থান কৰূবে। ‘ন ধনেন না চেজুঢ়য়া ত্যাগেনৈকেন অমৃতত্ত্বমানগুঃ ” স্বামিজীৱ আদেশে ዓ S8