পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । ইহার উদ্দেশ্য। --রামকৃষ্ণদেব জগতের হিতার্থে যে সকল সত্য উপদেশ দিয়া গিষাছেন এবং নিজ জীবনে যাহা প্ৰতিপাদিত করিয়া গিঘাছেন তাহাই প্রচার কবা এবং জনসাধারণকে তাহাদের ঐহিক ও পারমার্থিক মঙ্গলের জন্য ঐ সকল তত্ত্ব কাৰ্য্যে পরিণত করিতে সাহায্য করা । ব্ৰত-গ্ৰীশ্ৰীয়ামকৃষ্ণদেব জগতের সকল ধৰ্ম্মকেই এক অক্ষযা সনাতন ধৰ্ম্মের স্বৰূপান্তর প্রত্যক্ষ কবিয ভিন্ন ভিন্ন ধৰ্ম্মপন্থীদিগের মধ্যে আত্মীযতা স্থাপনের জন্য যে কাৰ্য্যের অবতাৰণা কবিযাছিলেন। তাহাঁর পরিচালনাই এই ‘প্রচারের” (মিশনেব) ব্ৰত। কাৰ্য্যপ্ৰণালী-(ক) যাকাতে সাধারণ লোকে বা সাংসাবিক ও আধ্যাত্মিক কল্যাণ হািষ এবৰূপ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবাব জন্য উপযুক্ত শিক্ষক প্রণযন । (খ ) শিল্প-কলাদিব বিবৰ্দ্ধন ও উৎসাহ দান ।

  • ।। (গ) বেদান্ত ও অন্যান্য ধৰ্ম্মভাব রামকৃষ্ণজীবনে যেরূপ

ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্ৰবৰ্ত্তন। ভারতবর্ষীয কাৰ্য্য বিভােগ -যে সকল সন্ন্যাসী বা গৃহস্ত অপরকে শিক্ষা দিবার জন্য জীবন উৎসর্গ করিতে প্ৰস্তুত তাহাদিগকে আচাৰ্য্যব্ৰত সম্পাদনোপযোগী শিক্ষা দিবার জন্য ভারতের নগরে নগরে মঠ ও আশ্রম স্থাপন করা হইবে এবং যাতাতে তাহারা এক প্ৰদেশ হইতে অন্য প্রদেশে গমন করিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন তাহার উপর বিধান করিতে হইবে। বৈদেশিক কাৰ্য্য বিভাগ —ভারতেতর, দেশে ধৰ্ম্মপ্রচারীর্থ (SV