পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামকৃষ্ণমিশন প্ৰতিষ্ঠা। তারিখে বলরাম বাবুর বাটীতে শ্ৰীরামকৃষ্ণদেবের সমুদয়’ গৃহী ও সন্ন্যাসী শিষ্যকে আহবান করিয়া একটী সঙ্ঘ প্ৰতিষ্ঠার প্রস্তাব করিলেন। প্ৰথমে সঙ্ঘগঠনের আবশ্যকতা সকলকে বুঝাইয়া দিয়া বলিলেন “তবে আমার মনে হয়। এদেশে এখন যেরূপ শিক্ষা বিস্তাবোৰ অভাব তাকাতে সাধাবণতন্ত্র সঙ্ঘ এ দেশের পক্ষে আপাততঃ সুবিধাজনক নহে।” সেই জন্য এই সঙ্ঘের একজন Dictator বা প্ৰধান পরিচালক চাই । সকলকে তঁায় আদেশ মেনে চলতে হবে। তারপর কালে সাধারণের চিন্তাক্ষেত্র প্রসারিত হইলে সকলেব মাত লয়ে কাৰ্য্য করা হবে।” Y এই বলিযা বলিলেন “আমরা যার নামে সন্ন্যাসী হুয়েছি, আপনার র্যাকে জীবনের আদর্শ কয়ে সাংসারাশ্রমে কাৰ্য্যক্ষেত্রে রযেছেন, যাহার দেহাবসানের বিশ বৎসরের মধ্যে প্ৰাচ্য ও পাশ্চাত্য জগতে র্তাহার পুণ্যনাম ও অদ্ভুত জীবনের আশ্চৰ্য্য প্রসার হযেছে, এই সঙ্ঘ ৰ্তাহারি নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস । আপনারা একাৰ্য্যে সহায় হোন ।” শ্ৰীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ প্ৰমুখ উপস্থিত গৃহিগণ সকলে একবাক্যে এ প্ৰস্তাবের অনুমোদন করিলে সজেঘর নাম ও ভবিষ্যৎ কাৰ্য্য-প্ৰণালী কিরূপ * হুইবে তৎসম্বন্ধে আলোচনা চলিতে লাগিল। গিরিশৰাবু প্ৰস্তাব করিলেন উইীির নাম হউক “রামকৃষ্ণ প্রচার” । কিন্তু পরে উহা পরিত্যক্ত হইলা সর্বসম্মতিক্রমে ‘রামকৃষ্ণ মিশন” এই নামই স্থিরীকৃত হয়। নিম্নে উহার উদ্দেশ্য প্ৰভৃতি বিবৃত হইল - “এই সঙ্গ রামকৃষ্ণু মিশন নামে পরিচিত হইবে। ዓ S &