পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । স্বামিজীী বলিলেন, “অজ্ঞানের নিকটই “শ্লেচ্ছ? “আৰ্য্য” এ সকল “ভেদ। কিন্তু যিনি বেদের ব্যাখ্যাকৰ্ত্তা, জ্ঞানেব জ্বলন্ত মূৰ্ত্তি, তার নিকট আবাব বৰ্ণাশ্ৰম জাতিভেদ কি ? মনুষ্যজাতির কল্যাণের জন্য তিনি ধাঁথা ইচ্ছা জন্মগ্রহণ কবিতে পাবেন । আর একটা কথা এই যে, এ দাবিন্দ্র দেশে জন্মিলে তঁার পুস্তক প্রকাশের খরচ জুটিত কোথা হইতে 1 জানতে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী এজন্য নযলক্ষ টাকা সাহায্য ক’রেছিলেন। তাহাতেও হয নাই। মাসিক বেতন দিয়াই এ দেশেব কত পণ্ডিতকে নিযুক্ত করিতে হইযা ছিল । বিদ্যাপ্ৰচাবের জন্য এদেশে একরূপ অর্থব্যয ও বিপুল পরিশ্রমের কথা কেহ কখনও শুনিষাছে কি ? ভূমিকায। মোক্ষমূলর স্বয়ং লিখিযাছেন যে, ২৫ বৎসর ধরিয়া তিনি শুধু হস্তলিখিত পুথির নকল করিষাছেন, তারপর আরও বিশবৎসব লাগে ছাপাইতে । একটা গ্রন্থের জন্য জীবনের ৪৫ বৎসর অক্লান্ত ভাবে যাপন করা কি সহজ কথা ? আমি কি সাধে বলি তিনি স্বয়ং সায়ন ?” আবার পাঠ চলিতে লাগিল । স্বামিজী সাধকের নির্বিবকল্প অবস্থায় আরোহণ ও তাহা হইতে পুনরায় বাহ্যজগতে প্ৰত্যাবৰ্ত্তনের সহিত জগতের প্রলয় ও স্বষ্টির তুলনা করিতে লাগিলেন। এমনভাবে অবস্থা হইতে অবস্থান্তর-প্ৰাপ্তি বুঝাইতে লাগিলেন যে শরৎবাবুর পরিষ্কার বোধ হইতে লাগিল স্বামিজী স্বয়ং ঐ সকল অবস্থার মধ্য দিযা অনেকবার সমাধিভূমিতে গমন করিষাছেন, নতুবা ওঝাঁপ বিশদভাবে বুঝান সম্ভবপর হইত না। এমন সময়ে শ্ৰীযুক্ত গিরীশচন্দ্ৰ ঘোষ আসিলেন। পরম্পর Գ«ՕՀ