পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

डब्लcभigांश । আলমোড়া যাইবার পথে স্বামিজীী লক্ষ্মেী এ এক রাত্রি বাস করিয়া তত্ৰত্য অধিবাসিগণের আনন্দবদ্ধন করিলেন। কাঠগোদাম হইতে মিঃ গুডউইন ও কযেকজন ভক্ত তাহার সহযাত্রী হইলেন। তারপর আলমোড়ার নিকটবৰ্ত্তী লোদিয়া নামক স্থানে এক বিপুল জনসঙ্ঘ তঁহাকে অভ্যর্থনা করিয়া ক্ৰমাগত জয়ধ্বনি ও আনন্দ প্ৰকাশ করিতে লাগিল । তাহারা স্বামিজীর জন্য একটী সুসজ্জিত অশ্ব আনিয়াছিল। তিনি তাহাতেই আরোহণ করিয়া নগরে প্রবেশ করিলেন। তাহার অভ্যর্থনার জন্য প্ৰতি গৃহদ্বার দীপমালায় উদ্ভাসিত এবং রাজপথসমূহ স্বল্য পতাকাদিতে সুশোভিত করা হইয়াছিল এবং বাজারের একাংশে সুদৃশ্য চন্দ্ৰাতপ বিমণ্ডিত একটি বৃহৎ পট্টমণ্ডপ নিৰ্ম্মিত হইয়াছিল। পথে গমন কালে শত শত বাতায়নবষ্টিনী কুলারমণী স্বামিজীর শিরোপরি পুষ্পলাজ বর্ষণ করিতে লাগিলেন এবং সভাস্থলে তঁহাকে দর্শন করিবার জন্য প্রায় পাঁচ সহস্ৰ ব্যক্তি সমাগত হইয়াছিলেন। প্রথমে অভ্যর্থনা-সমিতির পক্ষ হইতে পঞ্জিত। জালাদত্ত যোশী হিন্দীতে একটী অভিনন্দন পাঠ করিলেন। তৎপরে ৭ লাল বদরি সা-র হইয়া পণ্ডিত হরিরাম পাড়ে আর একটি অভিনন্দন পাঠ করিলেন। স্বামিজী যতদিন আলমোড়ায় ছিলেন, ততদিন এই সাজীর অতিথি হইয়াই বাস করিয়াছিলেন। ዓxoፃ