পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । তারপর আর একজন পণ্ডিত একটি সংস্কৃত অভিনন্দন পাঠ করিলেন। স্বামিজী সংক্ষেপে যখন প্ৰাণস্পশী ভাষায় ভারতীয় চিন্তার উপর সাধুজন-সেবিত গিরিরাজ হিমালয্যের প্রভাব বর্ণনা করিয়া বলিলেন “এই হিমালয়ের সহিত আমাদের জাতির শ্ৰেষ্ঠতম স্মৃতিসমূহ জড়িত। যদি ভারতের ধৰ্ম্মেতিহাস হইতে হিমালয়কে DBS BB DDS DB DB BDD BDDD BDDBBg KBDBS S অতএব এখানে একটি কেন্দ্র হওয়া চাইই চাই-এই কেন্দ্ৰ কৰ্ম্মপ্রধান হইবে না, এখানে শান্তি, নিস্তব্ধতা ও ধ্যানলশীতা পূর্ণমাত্রায় বিরাজ করিবে, আর আমি আশা করি একদিন না একদিন এই ইচ্ছা কাৰ্য্যে পরিণত করিতে পারিব।” আলমোড়ায় প্রত্যক প্ৰাতে ও অপরাষ্ট্রে অশ্বারোহণে ভ্ৰমণ করিয়া তাহার স্বাস্থ্য পূৰ্ব্বাপেক্ষা অনেক উন্নতিলাভ করিল ঘটে এবং শরীরেও যথেষ্ট বলাধান হইল। কিন্তু তথাপি জনকয়েক ঈৰ্ষাপরায়ণ ব্যক্তির অত্যাচারে সময়ে সময়ে তাহার শাস্তির ঘ্যাঘাত ঘটতে লাগিল। ভারতবর্ষে পদার্পণের দিন হইতে র্তাস্থায় দেশব্যাপী উচ্চসম্মান দর্শনে মৰ্ম্মাহত হইয়া এ দেশের কোন কোন আমেরিকান পাদ্ৰী আমেরিকায় তাহার কাৰ্য্যের ক্ষতিসাধন মানসে এদেশ হইতে নানাবিধ মিথ্যা সংবাদ সে দেশের সংবাদপত্রসমূহে প্রেরণ করিতেছিল এবং যুক্তরাজ্যে ঐ সকল পত্রের বহুল প্রচার দ্বারা স্বামিজীী ও তাহার কাৰ্য্যোর বিরুদ্ধে লোকের মনে বিদ্রোহের উত্তেজনা স্বষ্টি করিতেছিল। সেখানকার ঘন্ধুবান্ধবের আবার সংবাদপত্রের ঐ সকল অংশ 3wS9r