পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলমোড়ায় । আরও পাবো। একটা সমিতিই হয়েছে আমার কাৰ্য্য দেখ বায় ও তার জন্য সাহায্য সংগ্ৰহ কক্‌বার জন্য এবং সে দেশের চারজন অতি ভদ্রবংশীয় ব্যক্তি আমার কাৰ্য্যের সহায়তা কক্‌বার জন্য সব বাধা বিস্ত্ৰ অগ্ৰাহ ক’রে আমার সঙ্গে ভারতে এসেছেন। আরও অনেকে আসতে প্ৰস্তুত ছিলেন, আর এবার যদি যাই, বোধ হয় আরও শত শত ব্যক্তি আসতে চাইবেন। প্রিয় মা-তুমি আমার জন্য একটুও ভয় করো না। এ পৃথিবীটা প্ৰকাণ্ড-খুবই প্ৰকাণ্ড-সুতরাং "ইয়াঙ্কীদের ফেঁাস ফোঁসানি গর্জানি” সত্ত্বেও এখানে আমার জন্য একটুখানি জায়গা মিলবেই। যাই তোক আমি আমার কাজে খুলী আছি। আমি কখনও মতলব এটে কোন কাজ করিনি। যেমন কাজ এসে জুটেছে, তেমনি ক’বে গিছি। আমার মাথায় শুধু একটা চিন্তা বরাবর স্থির ভাবে জলেছে- ভারতের সাধারণ নরনারীকে উন্নত করার উপায বিধান করা, এবং কতক পরিমাণে তা” আমি কৰ্ত্তেও পেরেছি। আমার ছেলেরা দুৰ্ভিক্ষ, রোগ, দারিদ্র্যের মাঝখানে কেমন করে কাজ কচ্ছে, কেমন করে কলেরা রোগগ্ৰস্ত হাড়ি ডোমের পর্য্যন্ত সেবা কচ্ছে, চণ্ডালের ক্ষুধাতুর মুখে আহার যোগাচ্ছে, আর ভগবান কেমন করে আমার ও তাদের সকলকেই সাহায্য পাঠাচ্ছেন, তা দেখলে তোমার বড় আনন্দ হ’তো । মানুষ কে ?--তিনি আমার সঙ্গে ফিক্ছেন-সেই প্ৰাণবল্লভ-যিনি আমেরিকায়, ইংলণ্ড এবং ভারতের চতুর্দিকে যখন আমি অপরিচিত ভিক্ষুকের ዓ8(k