পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । মত ঘুরে বেড়িযেছি তখনও আমার সঙ্গ ত্যাগ করেন নি। লোকে কি বলে না বলে, ত’তে আমার কি আসে যায় ? ওরা ওসব দুগ্ধপোষ্য শিশুর দল---আর ওর চেয়ে বেশীই বা কি জানে ? কি ! আমি কী সব আপোগণ্ডের কিচ কিচিতে আমার লক্ষ্যভ্ৰষ্ট হব ? যে আমি প্ৰত্যাগাত্মার সন্ধান পেয়েছি, - সমস্ত দুনিয়াটাকে অসার মায়াজাল ব’লে বুঝেছি ?—আমাকে দেখে কি তাই মনে হয় ? নিজের সম্বন্ধে অনেক কথা বলতে হচ্ছে, তার মানে তোমায়। এগুলো বলা উচিত মনে করি। দেখ, আমি বেশ টের পাচ্ছি। আমার কাজ ফুরিয়ে এসেছে—আর বড় জোর তিন বছর কি চার বছর বঁাচ বো। নিজের মুক্তির জন্য আমার এক তিল আকাঙ্ক্ষা নেই। পৃথিবীর ভোগসুখ আমি কখনও চাইনি। আমি শুধু দেখবাে। আমার কলটা (সেবক সম্প্রদায়) কাজ কক্‌বার মত হয়ে দাড়িয়েছে, তারপর যখন নিশ্চিত বুঝবো জগতের ভালোর জন্য (আর কোথাও না হ’ক' অন্ততঃ ভারতবর্ষেও ) চাড়া দেবার মত এমন একটা কিছু খাড়া কৰ্ত্তে পেরেছি, যা কোন শক্তিতেই টলাতে পাবেন তখন চিরনিদ্রার ক্রোড়ে বিশ্রাম, গ্ৰহণ করবো।--তারপর যা হয় হোক্গে । আর এই আমার কামনা যে আমি যেন সহস্ৰ দুঃখভোগের জন্য পুনঃ পুনঃ জন্মাই, যেন তাতে ক’রে সেই একমাত্র ভগবানের সেবা কৰ্ত্তে পারি।--যে ভগবান ছাড়া অন্য ভগবানে আমি বিশ্বাস করি না-অৰ্থাৎ যিনি সকল জীবের সমষ্টিভূত নারায়ণ বা বিশ্বদেব ; সকল জাতির পাপী-তাপী, সকল জাতির ۹8\