পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলমোড়ায়। ভারতীয় বক্তৃতা পাঠ করিলে বুঝিতে পারা যায়। কোথাও আমেরিক রমণীগণের বিরুদ্ধে একটি কথাও নাই। বরং তিনি যে তঁহাদের গুণে মুগ্ধ ছিলেন ও অতিশয় প্রশংসাই করিতেন তাহা ঐ সময়ের তিন বৎসর পূৰ্ব্বে খেতড়ির রাজাকে, লিখিত একখানি পত্রে অবগত হওয়া যায় । ঐ পত্রে তিনি লিখিতেছেন ঃ আমেরিকা, ১৮৯৪ “আমি আমেরিকার • {ারিবারিক জীবন সম্বন্ধে অনেক কাজে গল্প শুনিয়াঢ়ি-শুনিয়াছি নাকি সোপানে নারীগণের নারীর মত চালচলন নহে,--তাহারা নাকি স্বাধীনতা তাণ্ডবে উন্মত্ত হইয়া পারিবারিক জীবনেব সকল সুখশান্তি পদদলিত করিয়া চূৰ্ণ বিচূর্ণ করিয়া ফেলে, এবং আরও ঐ প্রকারের নানা আজগুবি কথা শুনিম্নাছি । কিন্তু এক্ষণে এক বৎসর কাল আমেরিকার পরিবার ও আমেরিকায় নারীগণের সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করিয়া দেখিতেছি। ঐ প্রকারের মতামত কি ভয়ঙ্কর অমূলক ও ভ্রান্ত ! আমেরিকাবাসিনী রমণীগণ ! তোমাদের ঋণ আমি শতজন্মেও শোধ করিতে পারিব না। তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি ভাষায় প্ৰকাশ করিয়া উঠিতে পারি না। প্রাচ্য মানবের সুগভীর কৃতজ্ঞতা জ্ঞাপনের একমাত্র উপযুক্ত ভাষা প্ৰাচ্য অতিশয়ৌক্তিই “অসিতগিরিসমং স্যাৎ কজলং সিন্ধুপাত্ৰে । সুরতরুবর শাখা লেখনী পত্ৰিমুৰব্বী। লিখতি যদি গৃহীত্ব সারদা সৰ্ব্বকালং-”