পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ। যদি সাগর মস্তাধার, হিমালয়পৰ্ব্বত মসী, পারিজাতশাখা“ 3-س ? লেখনী ও পৃথিবী পত্র হয়, এবং যদি স্বয়ং সরস্বতী লেখিকা t অনন্তকাল ধরিয়া লিখিতে থাকেন”-তথাপি এ সকল তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশে অসমর্থ হইবে ॥ গতবৎসর গ্রীষ্মকালে আমি এক বহু দূরদেশ হইতে আগত, নাম-যশ-ধন-বিদ্যাহীন, বন্ধুহীন, সহায়হীন, প্ৰায় কপর্দকশূন্য, পরিব্রাজক প্রচারকরূপে এদেশে আসি। সেই সময় আমেরিকার নারীগণ আমাকে সাহায্য করেন, আহার ও আশ্ৰয় দেন, তাহদের গৃহে লষ্টয়া যান এবং আমাকে তঁহাদের পুত্ররূপে, সহোদরীরূপে যন্ত্র করেন। যখন তঁহাদের নিজেদের ধৰ্ম্মেপদেষ্টগণ এই “বিপজ্জনক বিধৰ্ম্মী”কে ত্যাগ করিবার জন্য তাহাদিগকে প্ৰবৃত্ত করিতে চেষ্টা করিতেছিলেন, * যখন তঁহাদের সব্বাপেক্ষা অন্তরঙ্গ বন্ধুগণ এই “ অজ্ঞাতকুলশীল বিদেশীর (হয়ত বা বিপজ্জনক চরিত্ৰেয়” ) সঙ্গ ত্যাগ করিতে উপদেশ দিতেছিলেন, তখনও তঁাহারা আমার সহিত বন্ধুভাবে ব্যবহার করিতেছিলেন। কিন্তু এই মহামনী, নিঃস্বাৰ্থ, পবিত্ৰ রমণীগণই চরিত্র ও অন্তঃকরণ সম্বন্ধে বিচার করিতে অধিকতর নিপুণা-কারণ নিৰ্ম্মল দর্পণেই প্ৰতিবিম্ব শাড়িয়া থাকে। কত শত সুন্দর পারিবারিক জীবন আমি দৃষ্টিগোচর করিয়াছি-কত শত জননী দেখিয়াছি। যাহাঁদের নিৰ্ম্মল চরিত্রের, যাহাদের নিঃস্বাৰ্থ অপত্যস্নেহের বর্ণনা করিবার ভাষা নাইকত শত কন্যা ও কুমারী দেখিয়াছি। যাহারা। “ডায়ানা দেবীর ዓ (q&