পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলমোড়ায় । রাজপুতানায় অবস্থান করিয়া খেতড়ির রাজার সাহায্যে দরিদ্রদিগের শিক্ষার জন্য বিদ্যালয়াদি স্থাপন কবিয়ছিলেন । আরও একজন গুরুভ্রাতার কােয্যদর্শনে স্বামিজী এই সময়ে আনন্দিত হইয়াছিলেন। ইনি পুণ্যস্মৃতি স্বামী রামকৃষ্ণানন্দ। মার্চ মাসের শেষভাগে এই মহাপ্ৰাণ পুরুষ মান্দ্রাজ ও তন্নিকটবৰ্ত্তী স্থানসমূহে গমন করি যা আপনার দেবোপম চরিত্র ও মধুময় উপদেশে স্থানীয অধিবাসীবৃন্দের মনে গভীর প্রভাব ব্রিস্তার করিতে সমর্থ হই যাছিলেন, এবং প্ৰবল উদ্যমে শ্ৰীচৈতন্য, রামানুজ, শঙ্কব, মধ্ব, বুদ্ধ, জর্বত্নষ্ট, মহম্মদ প্রভৃতি মহাপুরুষগণের পুতচবিত্রের আলোচনা ও বেদান্তদর্শনেন্দ ব্যাখ্যা এবং গীতা ও উপনিষদেব পঠন % ঠন দ্বাবা শ্রোতৃদ্বগের ধৰ্ম্ম-পিপাসা চরিতার্থ করিতেছিলেন । ক্ৰমশঃ স্বামিজীীর স্বাস্ত্যোন্নিতি হইতে লাগিল এবং রোগের উপসৰ্গাদি কমিযিা আসিল । তিনি পুনরায় শৈলাবাস ত্যাগ কবিয শিক্ষা ও প্রচারকাৰ্য আরম্ভ করিবার জন্য ব্যগ্ৰ হইলেন। স্বামিজীর চলিযা যাইবার দিন নিকটবৰ্ত্তী হইয়া আসিলে আলমোড়ার ভক্তগণ র্তাঙ্গাকে একটি বক্তৃতা দিবার জন্য অনুরোধ করিলেন। স্থানীয। ইংরাজ অধিবাসিগণও তঁাহার বক্তৃতা শুনিবার জন্য আগ্ৰহ প্ৰকাশ করিয়া তাহাকে ইংলিশ ক্লাবে নিমন্ত্রণ করিয়া পাঠাইলেন। ক্লাবে একশতের অধিক লোকের স্থান না থাকায় স্থির হইল একটি বক্তৃতা হিন্দীতে স্থানীয় জেলা স্কুলে দেওয়া হইবে, আর একটি ক্লাবে ইংরাজীতে

  • ì để đ