পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । করিষাছিলেন। উহাতে কলিকাতা, বেনাবস, মান্দ্ৰাজ এবং মহাবোধি-সোসাইট হইতে চাদ উঠিতেছিল। অখণ্ডানন্দ স্বামীর নিঃস্বাৰ্থ মানব-সেবা দর্শনে মুর্শিদাবাদেব ডিষ্ট্রক্ট ম্যাজিষ্ট্রেট মিঃ ই, ভি, লেভিঞ্জ মহোদয অতীব প্রতি হইয) গবৰ্ণমেণ্টেব পক্ষ হইতে তঁহাকে অর্থ ও লোকবল প্রেবণ করিয সাহায্য কবিতে অগ্রসব হইলেন এবং যাহাতে চাউলাদি খাদ্যসামগ্রী প্রচলিত মূল্য অপেক্ষা অপেক্ষাকৃত অল্পমূলে। তাহাৰ নিকট পহুছিতে পাবে তাহাব বন্দোবস্ত ও অন্যান্য নানাবিধ সুব্যবস্থা। কবিয়াছিলেন। এমন কি যেদিন অখণ্ডানন্দ স্বামী পাচশত ব্যক্তিকে বস্ত্ৰ বিতৰণ কবেন, সেদিন লেভিঞ্জ সাহেব স্বযং তথায় উপস্থিত থাকিয়া বলিযাছিলেন “মুর্শিদাবাদশ দুৰ্ভিক্ষ দমনেব জন্য আমি স্বামী অখণ্ডানন্দেব নিকট ঋণী । তিনি আমায সবিশেষ সাহায্য কবিষাছেন এবং যে ভাবে উক্ত কাৰ্য্য নিৰ্বাহ কবিযাছেন, তাহাতে গবৰ্ণমেণ্টেব্য সাক্তাফাভাণ্ডাব উপযুক্তভাবে নিযোজিত কবিবােব জন্য শ্যামান্য একবিন্দু ভাবিতে হয নাই ।” পাঠকগণেব বোধ হয় মনে আছে যে এই অখণ্ডানন্দ স্বামী একসময়ে হিমালষ লমণে স্বামিজীব সার্থী ছিলেন। ইনি বিংশতিবর্ষ বয়ঃক্রম ক্যাভের পুকেবই নিঃসম্বলে চাবিলাব হিমালয অতিক্রমপূর্বক তিব্বত দৰ্শন কবিযাছিলেন। এই সকল ভ্ৰমণের বামণীষ বৃত্তান্ত অতি হৃদযগ্ৰাহী ভাষায্য কযেক বৎসর পূর্বের উদ্বোধনে প্ৰকাশিত হুইযাছিল। স্বামিজী যখন আমেবিকাযি ছিলেন সেই সমযে কযেকবর্ষ তিনি “ገ Œ 8