পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । লাগিলেন। উহার স্থূলমৰ্ম্ম এই যে, সকলের ভোগ তুল্য হওয়া উচিত । বংশগত বা গুণগত জাতিভেদে ভোগ বা অধিকারের তারতম্য উঠিয়া যাওয়া উচিত। তবে বংশগত জাতিভেদের কতকগুলি বিশেষ গুণ আছে। যেমন, কোন ব্যক্তি যতই গুণবান বা ধনবান হউক না কেন, বংশগত জাতি থাকিলে স্বজাতিকে পরিত্যাগ করিতে পারে না ; সুতরাং ত্যাহার জাতি, তাহার গুণ ও ধনের কিছু না কিছু gDBBDBB DBDDBD SKBD S S BBBDBS S S BBDLLDLS SYKD S 0DBDSDD পারে না । তারপর বেকনের নীতিতন্ধের কথা উঠল । স্বামিজী তৎপ্রসঙ্গে বলিলেন, মনফাশের প্রতি লক্ষ্য না রাখিয়া কাৰ্য্য করাই মহাপুর ষের লক্ষণ-আমাকে লোকে মানুক বা না মানুক, যাহা কৰ্ত্তব্য বুঝিয়াছি, তাহা করিয়া যাইব এবং নিজের বাল্যকালের উদাহরণ দেখাইয়। বলিলেন, তিনি বাল্যকালে ডোমপাড়ায় যাইয়া তাহদের কল্যাণ সাধনে চেষ্টা করিতেন । এই সকল কথাবাৰ্ত্তা নিজের অন্তরঙ্গ সঙ্গিগণের সঙ্গে হইল । ২৯ অক্টোবর তিনি মহারাজের সহিত সাক্ষাৎ করিয়া শিয়ালকোট গমনের অভিপ্ৰায় ব্যক্ত করিলেন। কাশ্মীরপতি অতিশয় দুঃখের সহিত তাহাকে বিদায় দিয়া বলিলেন যখনই তিনি কাশ্মীর বা জম্মুতে আসিবেন তখনই যেন কাশ্মীররাজ্যের আতিথ্য গ্ৰহণ করেন । শিয়ালকোটে গিয়া তিনি লালা মূলচাদ এম, এ, এল, এল, বি-র বাটীতে অবস্থান করিতে লাগিলেন। এখানে দুইটী e.