পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর ভারতে প্রচার । সদয় ব্যবহার প্রদর্শন করিয়াছিলেন এবং তঁাহারাও তৎপ্রতি এরূপ শ্রদ্ধা প্ৰকাশ করিয়াছিলেন যে, কিয়দিন যাবৎ লোকমুখে রটিত হইতে লাগিল প্ৰধান প্ৰধান আৰ্য্যসমাজীরা তঁহাকে উক্ত সমাজের নেতৃত্বপদে বরণ করিবেন। লাহোরে স্বামিজীর সহিত গণিতাধ্যাপক তীর্থরাম গোস্বামীর আলাপ হয়। ইনিই পরে সুবিখ্যাত স্বামী রামতীৰ্ণ নামে সাধারণের নিকট পরিচিত হসেন এবং স্বামিজীর পদাঙ্কানুসরণ করিয়া আমেরিকাষ বেদান্ত প্রচার কাৰ্য্যে গমন করেন এবং অনেক ভক্ত ও শিষ্য সংগ্ৰহে কৃতকাৰ্য্য হন । তিনি স্বামিজীকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করিতেন এবং সশিষ্য স্বামিজীকে তঁাহার গৃহে ভোজনের নিমন্ত্রণ করিযাছিলেন। ভোজনাস্তে স্বামিজী গান ধরিলেন “যাহা রাম তাহা কাম নেহী, যাহা কাম তাহ নেহী girl l' vŠefrija fäfer CS50, ter--“His melodious voice made the meaning of the song thrill through the hearts of many present” Wikis ng কণ্ঠস্বরে গানের অর্থ সকলের হৃদয়ে ঘন ঘন আঘাত করিতে লাগিল ) । তিনি স্বামিজীকে তঁহার পুস্তকালয় প্রদর্শন করিলে, স্বামিজী মার্কিন (if s is grisly iris “Leaves of grass' ( 2 vsti ) নামক পুস্তকখানি পাঠ করিতে লাগিলেন। ওয়াণ্ট হুইটম্যানকে তিনি মার্কিন সন্ন্যাসী নামে অভিহিত করিতেন। স্বামিজীর সহিত তীর্থব্রামের অতিশয় সৌহৃদ্য হইয়াছিল। তীর্থয়াম তঁহাকে একটি সোনার ঘড়ি উপহার দিয়াছিলেন। স্বামিজী তাহা সাদরে গ্ৰহণ করিয়া তৎক্ষণাৎ তীর্থরামের পকেটে পুনঃ ዓb”S