পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর ভারত প্রচার। হইয়া সঙ্গিগুণসহ এই সভার একটি অধিবেশনে গমন করিলেন। যখন তঁহারা উপস্থিত হইলেন, তখন একটা সুবৃহৎ কাঁড়ায় কড়া-প্ৰসাদ ( হালুয়া ) প্ৰস্তুত হইতেছিল। কিয়ৎক্ষণ পরে সভার কায্য আরম্ভ হইল। আজ দুইজনকে শুদ্ধ করা হইবে। প্রথমতঃ সভার সম্পাদক মহাশয়, কিরূপ অবস্থায় ইহারা মুসলমান হইয়াছিল। সেই সকল ঘটনা আনুপুৰ্ব্বিক বিবৃত করিলেন। পরে শুদ্ধিকামিদ্বয় অনুতাপ প্ৰকাশপূৰ্ব্বক সভাসমক্ষে পুনরায় শিখধৰ্ম্মে দীক্ষিত হইবার প্রার্থনা করিলে, গুরুগোবিন্দ সিংহের নমোচ্চারণ, গ্ৰন্থসাহেবের পবিত্র মন্ত্ৰসকল পাঠ ও পবিত্র বারি সেবনে উহাদিগকে “শুদ্ধ’ করা হইল। পরিশেষে সভাস্থ সকলকে কড়া-প্ৰসাদ বিতরিত হইল। স্বামিজী শিখদিগের এইরূপ উদার ভাব দেখিয়া বড়ই শ্ৰীত হইলেন। 免 “এইরূপে লাহোরে ১০১২ দিন কাটিয়া গেল। স্বামিজী সৰ্ব্বদাই এখানে কেবল মতবাদ অপেক্ষা কাৰ্য্যের উপর বিশেষ ক্টোক দিতেন।” * লাহোর হইতে স্বামিজী ভগ্নস্বাস্থ্য হইয়া দেরাদুন যাত্র করিলেন। এখানেও দশ দিন ছিলেন এবং যদিও উদ্দেশ্য ছিল। কাহারও সহিত দেখা সাক্ষাৎ না করিয়া বিশ্রাম করিবেন, কিন্তু তথাপি তেঁাহার ভিতরে যে অদম্য-শক্তি কাৰ্য্য করিতেছিল। তাহার প্রেরণায় নিশ্চিন্ত হইয়া থাকিতে পাক্সিলেন না । সঙ্গী শিষ্যগণকে রামানুজাচাৰ্যক্লত ব্ৰহ্মসুত্ৰেভাষ্য পড়াইতে আরম্ভ

  • ভারতে বিবেকানন্দ ।

Գե^Չ