পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बांगी बिल्वकॉनन । করিলেন এবং সময়ে সময়ে অধ্যাপনায় এরূপ, তন্ময় হইয়া যাইতেন যে, সেভিয়ার দম্পতি অপরাষ্ট্র ভ্রমণের জন্য আসিয়া অপেক্ষা করিয়া থাকিলেও খেয়াল করিতেন না। এখন হইতে ভ্রমণের অবশিষ্ট কাল এই অধ্যাপনা রীতিমতভাবে চলিয়াছিল -একদিনের জন্যও বন্ধ হয় নাই। স্বামী অচ্যুতানন্দের উপর তিনি সাংখ্যদর্শন পড়াইবার ভার দিয়াছিলেন, কিন্তু প্ৰায়ই পাঠের সময় নিজে উপস্থিত থাকিতেন। অচ্যুতানন্দ সংস্কৃত * ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। কিন্তু অনেক সময়ে তিনিও কোনও কোনও স্থলের তাৎপৰ্য্য নিরূপণে অক্ষম হইলে স্বামিজী তাহার সাহায্যাৰ্থ দু’ চারিটি কথায় এমন সরলভাবে উক্ত অংশের ব্যাখ্যা করিতেন যে - অচ্যুতানন্দ বিস্মিত হইয়া যাইতেন। :কাশ্মীরে এবং ধৰ্ম্মশালার স্যায়—দেরাদুনেও সেভিয়ার দম্পতি আশ্রমবাটী নিৰ্ম্মণার্থ একটি জমি অন্বেষণ করিতেছিলেন কিন্তু সুবিধামত স্থান মিলিল না। ... দেরাদুনে অবস্থান কালে খেতড়ির রাজা পুনঃ পুনঃ তাহাকে ‘নিজরাজ্যে লইয়া যাইবার জন্য আগ্রহাতিশয় প্রকাশ করিতেছিলেন। র্তাহার দুইটি উদ্দেশ্য ছিল। প্রথমতঃ গুরুদৰ্শন দ্বিতীয়তঃ প্ৰজাদিগের মধ্যে স্বামিজীর ভাব প্রচার। সুতরাং স্বামিজীকে দেরাদুন ত্যাগ করিয়া রাজপুতনার দিকে অগ্রসর হইতে হইল। পথে তিনি সাহারাণপুর, দিল্লী, আলোয়ার এবং छनश्रुल हर्षन कब्रिप्लिन। शिलौप्ड डिनि 814 तिन अत्रश्न করিলেন। এক্ষণে আর অভ্যর্থনা প্রভৃতিতে রুচি ছিল না, * পুরাতন বন্ধু ও ভক্তগণের সহিত মিলনের জন্য উৎসুক হইয়া ፃbነቲm