পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর ভারতে প্ৰচায়। নিমন্ত্রণ রক্ষা করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। কিন্তু একজনের নিমন্ত্রণ তিনি পরম সমাদরে গ্ৰহণ করিলেন । সে একটি বৃদ্ধার। পূর্বে একবার তাহার গৃহে তিনি ভিক্ষা গ্ৰহণ করিয়াছিলেন। এখন তিনি তাহাকে বলিয়া পাঠাইলেন যে তাহার মোট চাপাটি খাইতে র্তাহার বড় ইচ্ছা হইয়াছে। শ্রবণমাত্র বৃদ্ধার হৃদয় আনন্দে নৃত্য করিতে লাগিল এবং চম্পািদ্বর্য। জলে ভরিয গেল । অভ্যাগত ব্যক্তিবর্গকে পরিবেশন করিতে করিতে বৃদ্ধ স্বামিজীকে সম্বোধন করিয়া বলিলেন “বাছা, আমারত ইচ্ছে করে তোমাদের ভাল ভাল জিনিষ খেতে দিই, কিন্তু আমি গরীব। ভাল জিনিষ কোথায় ৮াবে বল ?” স্বামিজী পরম পরিতোষের সহিত তৎপ্রদত্ত খাদ্যসামগ্ৰী আহার করিতে করিতে শিষ্যদিগকে বলিলেন “দেখছোহে বুড়ীমার কি স্নেহ । আর এ চাপাটি গুলি কি সাত্ত্বিক !” বুদ্ধাকে দারিদ্র্য পীড়ায় নিতান্ত কাতর দেখিয়া এবং তাহাব পূর্বকার দয়ার কথা স্মরণ করিষা, স্বামিজী বৃদ্ধার অজ্ঞাতসারে গৃহস্বামীর হস্তে তাহার সকল প্রতিবাদ অগ্ৰাহা করিষা একখানি একশত টাকার নোট দিয়া গেলেন । “আলোয়ার হইতে জয়পুর যাওয়া হইল। এখানেও স্থানীয় বহু সন্ত্রান্ত ব্যক্তি সমাগত হইতে লাগিলেন। স্বামিজীী খেতড়ির রাজাব বাঙ্গালায় রহিলেন । শিষ্যগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন “এই স্থানেই একদিন সামান্য ফকির বেশে আসিয়াছিলাম--তখন রাজ চিক অনেক মুখ নাড়া দিয়া দিনান্তে চারিটি খাইতে দিয়া যাইত। আর এখন পালকের

  • レr。