পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । গদিতে শয়নের বন্দোবস্ত হইতেছে-কত লোক সেবার জন্য অহরহঃ যোড়হন্তে দণ্ডায়মান রহিয়াছে। এ কথাটি অতি সত্য যে “অবস্থা পূজ্যতে রাজন, ন শরীরং শরীরিণাং’ ” জযপুর হইতে ৯০ মাইল পথ অতিক্ৰম করিষা খেতড়ি যাওযা হইল। এদিকে মরুভূমির মধ্য দিযা যাওয়া হইতেছে, যেই পড়াওয়ে (পথেব মধ্যে বিশ্রামাের্থ স্থান।) পহুছান হইতেছে, অমনি বেদান্ত অধ্যাপনা আরম্ভ । কেহ উঠু পৃষ্ঠে, কেহ অশ্বগৃষ্ঠে, কেহ বা রন্থযোগে চলিতেছে। কত প্ৰসঙ্গ, কত আনন্দের কথাই হইতেছে। এই সমযে স্বামিজী একটা পড়াওযে ভূত দেখিযাছিলেন, বলিষাছিলেন।” খেতড়ির রাজা জযপুত্ৰ হইতে খেতড়ি পৰ্য্যন্ত উপযুক্ত বন্দোবস্তোব আদেশ দিয স্বযং ১২ মাইল অগ্রসর হইয স্বামিজীর পাদবিন্দনা করিলেন এবং নিজের ছযঘোড়ার গাড়ীতে তাহাকে তুলিযা লইযা খেতড়িতে উপনীত হইলেন। খেতড়ি-রাজ্যে তখন মহা ধূমধাম ও মহোৎসব পড়িয়া গিয়াছে। মহাবাজ অল্পদিন পূর্বে ইউরোপ ভ্ৰমণ সমাপ্ত করিয়া রাজ্যে প্ৰত্যাগত হইয়াছিলেন । তদুপলক্ষে প্ৰজাগণ তাহাকে অভ্যর্থনা করিবার জন্য নানাবিধ আযোজন করিষাছে । তাহার উপর আবার স্বামিজীর আগমন। কাজেই তাহাদের উৎসাহ দ্বিগুণ বৰ্দ্ধিত হইল। চতুর্দিকে ভোজ, আতসবাজী, দীপসজ্জা প্ৰভৃতি সমারোহের অনুষ্ঠান হইতে লাগিল। সাধাবণেব পক্ষ হইতে মহারাজ ও স্বামিজী উভয়কেই অভিনন্দন প্রদত্ত হইল। উভয়েই উপযুক্ত উত্তর প্রদান করিলেন। একটি s