পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর ভারতে প্রচার । হইলেন। কিন্তু স্বাস্থ্যাভাব ও অন্যান্য কারণে, প্ৰত্যহ রাশি রাশি টেলিগ্রাম ও নিমন্ত্রণ-লিপি আসা সত্ত্বেও, গুজরাট, বরোদা ও বোম্বাই প্রেসিডেন্সীর অন্যান্য স্থানে প্রচার কাৰ্য্যে গমনের অভিপ্ৰায় পরিত্যাগ করিয়া কলিকাতা যাত্ৰা স্থির করিলেন। পথে জব্বলপুর ষ্টেশনে অনেক লোক তাহার অভ্যর্থনাৰ্থ উপস্থিত ছিলেন, কিন্তু তিনি আর কোথাও নামিলেন না, বরাবর কলিকাতাষ গেলেন । পঞ্জাব, কাশ্মীর ও রাজপুতানায় স্বামিজী যে সকল শিক্ষা ও উপদেশ দিয়াছিলেন তাহা সেই সময়কার প্রত্যেক সংবাদপত্র ও সাময়িকপত্ৰে প্ৰকাশিত হইয়াছিল। পাঠকগণের অবগতির জন্য আমরা তাহার সার-মৰ্ম্ম নিম্নে সঙ্কলিত করিলাম । (১) আন্তর্জাতিক বিবাহপ্রথার প্রচলন দ্বারা জাতিভেদের উচ্ছেদ সাধন । (২) অত্যধিক বিবাহ নিবারণ। তিনি বলিতেন ভিক্ষুকেও বিবাহ করিয়া দেশে আরও দশটি ভিক্ষুকের সংখ্যা বাড়াইতে ব্যগ্র। এখন অবিবাহিতের সংখ্যা বৃদ্ধি হওয়া আবশ্যক। (৩) ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্যাপসারণ, জনসাধারণের মধ্যে শিক্ষাবিস্তার এবং দার্শনিক কুট তর্কের পূর্বে আহারের সুব্যবস্থা করিয়া তাঁহাদের অবস্থার উন্নতিসাধন। $০%d** (8) সুবিবেচনা সহকারে সংস্কৃত বিদ্যার বিস্তার। ইহা দ্বারা সমাজের নিম্নস্তরে অবস্থিত জাতিসমূহের সংস্কার মাৰ্জিত হইবে। তবে তিনি ব্ৰাহ্মণাদি উচ্চবর্ণের বিরুদ্ধে আন্দোলন বা তাহদের নিন্দ গ্লানি প্রচার করিতে নিষেধ করিতেন ; ዓ ፭sዛ