পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । ও অসমান ছিল ; আর পুরাতন গৃহাদির সংস্কার, তদুপরি দ্বিতল নিৰ্ম্মাণ ও ঠাকুরঘর করিতে বহু সময় লাগিয়াছিল। স্বামিজী লণ্ডন হইতে যে অর্থ আনিয়াছিলেন তদ্বারা এই সকল ব্যয নিৰ্বাহ করিয়াও কিঞ্চিৎ উদ্ধৃত্তি হইল ; ইহার কিছু পরে স্বামিজী মিসেস ওলিবুলের নিকট হইতে মন্দির নিৰ্ম্মাণ ও মঠের সাধুদিগের সেবার জন্য বিস্তর অর্থ প্রাপ্ত হইলেন। এতদৰ্থে লক্ষেরও অধিক । শিবরাত্রির পূর্বে নীলাম্বর বাবুর বাগানেব মঠ সন্ন্যাসিগণে৷ পূর্ণ হইয়া উঠিল। স্বামী সারদানন্দ সবে আমেরিকা হইতে ফিরিয়া আসিয়াছেন। স্বামী শিবানন্দ সিংহলে বেদান্ত প্রচার করিয়া ফিরিয়াছেন এবং স্বামী ত্ৰিগুণাতীত দিনাজপুরে দুর্ভিক্ষের কাৰ্য্য শেষ করিষা এখানে আসিয়া উপস্থিত হইয়াছেন। চারি দিবস পরে শ্ৰীরামকৃষ্ণদেবের জন্মতিথি পূজার দিন সমাগত হুইল। জন্মতিথিপূজায় সেবার বিপুল আযোজন। স্বামিজীর আদেশমত ঠাকুরঘর পরিপাটী দ্রব্যসম্ভারে পরিপূর্ণ। স্বামিজী স্বয়ং সকল বিষয়ের তত্ত্বাবধান করিযা বেড়াইতেছিলেন। সকলেরই মুখে আনন্দের চিহ্ন প্রকটত, এই উপলক্ষে স্বামিজী শিষ্য শ্ৰীযুক্ত শরচ্চন্দ্র চক্ৰবৰ্ত্তী দ্বারা অনেকগুলি যজ্ঞসূত্র আনাইয়া রাখিয়াছিলেন। পূজার তত্ত্বাবধান শেষ করিয়া তিনি শরৎবাবুকে বলিলেন “এত পৈতার যোগাড় কেন জানিস? আজ ঠাকুরের জন্মদিন। যে সব ভক্ত আজ এখানে আসবে তাদের সকলকেই আজ পৈতে পরিয়ে দিতে হবে। দ্বিজাতি tre 8