পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলাম্বর বাবুর বাগানে। স্বামিজীর উপর সাধারণের আস্থা ও বিশ্বাস পূর্বাপেক্ষা শতগুণ বদ্ধিত হইল। সকলেই দেখিল, তিনি শুধু শুষ্ক দার্শনিক বিচার লইষা সময়ক্ষেপ করেন না বা মৌখিক উপদেশ মাত্ৰ দিয়া ক্ষান্ত থাকেন না, সেই সকল বিচারসিদ্ধ সত্য ব্যবহারিক জীবনে পরিণত করিয়া থাকেন, মুখে যাহা বলেন, কাৰ্য্যেও ঠিক তাহা পালন করিতে পারেন। প্লেগের প্রকোপ কিঞ্চিৎ প্রশমিত হইলে এবং গবৰ্ণমেণ্টের কঠোর বিধিসমূহ রহিত হইলে স্বামিজী পুনরায তিমালয় অঞ্চলে লমণের সংঙ্কল্প করিলেন। সেভিযর দম্পতি ভারতবর্ষের সর্বত্র ভ্ৰমণ করিয়া অবশেষে আলমোড়াতে বাস করিতেছিলেন। তঁাহারা স্বামিজীকে সেখানে যাইবার জন্য পুনঃ পুনঃ লিখিয়া পাঠাইতে লাগিলেন। তদনুসারে ১১ই মে স্বামিজী স্বামী তুৱীয়ানন্দ, নিরঞ্জনানন্দ, মিসেস বুল, মিসেস প্যাটারসন (কলিকাতাস্থ আমেরিকান কনসল জেনারেলের পত্নী), সিষ্টার নিবেদিত এবং মিস জোশেফিন ম্যাকুলাউডের সমভিব্যাহারে কাঠগোদাম ও নাইনিতাল হইয়া আলমোড়া যাত্ৰা করিলেন। মিসেস্ প্যাটারসনই পূর্বে এক সময়ে স্বামিজী বর্ণের জন্য আমেরিকার কোন হােটেলে প্রবেশাধিকার পান নাই শুনিগ্ধ অতিশয় ক্ষুব্ধ ও কুপিত হইয়া তাহাকে সযত্নে নিজগৃহে স্থান, দান করিয়াছিলেন। তদবধি তিনি স্বামিজীকে অত্যন্ত শ্ৰদ্ধা ভক্তি করিতেন এবং এক্ষণে নিজ সমাজের মতামত তুচ্ছ করিয়া অকুষ্ঠিতচিত্তে র্তাহার অনুসরণ করিলেন। ክ”SwŠ)