পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাশ্চাত্য শিষ্যগণকে শিক্ষা প্ৰদান । এই বৎসর ফেব্রুয়ারী মাসের প্রথমে মিসেস ওলিবুল ও মিস জোসেফাইন ম্যাকুলাউড নামী স্বামিজীর দুইজন শিষ্যা তাহাদিগের আচাৰ্য্যদেবের জন্মস্থান সনদর্শন ও আরও ঘনিষ্ঠভাবে তাহার পুতসঙ্গ লাভ করিষা জীবন ধন্য করিবার মানসে সুদূর আমেরিকা হইতে ভারতবর্ষে আসিয়া বেলুড় মঠের পুরাতন বাটীতে বাস করিতেছিলেন। পাঠক ইতিমধ্যেই স্থানে স্থানে তঁহাদের নামোল্লেখ দেখিতে পাইয়া থাকিবেন। এই বৎসরেরই ২৮শে জানুযারী-মিস মাৰ্গারেট নোেবল তাহার সমুদয় ইংলণ্ডীয় বন্ধন ছিন্ন করিয়া স্বামিজীর আহবানে ভারতবষে স্ত্রীশিক্ষা প্রচারব্ৰতে জীবন সমৰ্পণ করিবার জন্য আসিয়াছিলেন। স্বামিজী ইহাদের সকলকেই সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং ইহঁহাদিগকে ভারতীয় ভাবে অনুপ্ৰাণিত করিবার জন্য এখন হইতে একটা নির্দিষ্ট প্ৰণালীতে ইহাদের শিক্ষাবিধানের উদ্যোগ করিলেন। নীলাম্বর মুখোপাধ্যাষের বাগান অবস্থান কালে স্বামিজী প্রত্যহ মঠভূমির উপরিস্থিত নদীতীরবর্তী কুটীরে ইহাদের সহিত সাক্ষাৎ করিতে যাইতেন। তঁহার পদার্পণে সেই ক্ষুদ্র কুটীরখানি এই সকল ভক্তিমতী রমণীর নিকট যেন তীর্থের ন্যায় পবিত্ৰ হইয়া উঠিত। তাহার দর্শনপ্ৰাপ্তিতে র্তাহারা আপনাদিগকে অপরিসীম সৌভাগের অধিকারিণী বিবেচনা করিতেন এবং তঁাহার সংস্পর্শে র্তাহাদের ከቻ..b8