পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিংহলে সুতরাং ১৫ই জানুয়ারী ( ১৮৯৭) কলম্বোতে জাহাজ পৌঁছিবামাত্র ঘাটে তাঁহাকে অভ্যর্থনা করিবার জন্য বিষম জন্মসমবায় দেখিয়া তিনি বড় বেশী আশ্চৰ্য্য হইলেন না । কলম্বোর হিন্দুসমাজ তাহার অভ্যর্থনার জন্য একটি সমিতি গঠিত করিয়াছিলেন। তাহার দুইজন गडा-निद्रधनानन मांग वांशिकी একজন গুরুভাই ও হ্যারিসন নামক কলম্বোবাসী জনৈক বৌদ্ধ, ধৰ্ম্মাবলম্বী সাহেব-জাহাজে উঠিয় তাহার অভ্যর্থনা করিলেন। সন্ধ্যার প্রাক্কালে গৈরিকবসনধারী ভাস্বাৎলোচন স্বামী বিবেকানন্দ অনেকগুলি ভক্ত সঙ্গে জাহাজ হইতে অবতরণ করিলে, চতুর্দিকের আনন্দ কোলাহল ও উচ্চ করতালিধ্বনিতে সাগর গর্জনও অক্ষুট হইয়া গেল। তঁহাকে তীরে লইয়া যাইবার জন্য পূর্ব হইতেই একখানি ষ্টীমলঞ্চ প্ৰস্তুত ছিল। যখন ষ্টীমলঞ্চে করিয়া স্বামিজী। কিনারায় পৌছিলেন, তখন দেখা গেল। সহস্ৰ সহস্র হিন্দুর ভিড়া-সকলেই স্বামিজীর দর্শন লাভ ও অভ্যর্থনাৰ্থ সমবেত। সে বিশাল জনস্রোত রোধ কয়ে কাহার সাধ্য! উৰ্দ্ধে নিক্ষেপ করিতে লাগিল। তাহার মধ্যে অনেকগুলি এমন কি হায়াইয়াও গেল। সিংহলের ব্যবস্থাপক সভার সভ্য মাননীয় পি, কুমার স্বামী মহোদয় ও তঁহার ভ্রাতা অগ্ৰবৰ্ত্তী হইয়া স্বামিজীকে অভ্যর্থনা করিলেন এবং একটি সুন্দর যুথিকা মাল্য দ্বায় তাহার গলদেশ সুশোভিত করিলেন। তাহার পর তথা হইতে র্তাহাকে একখানি প্ৰকাণ্ড জুড়ীতে করিয়া বার্ণের্স ট্রীট DDBBD BDD SDDD DBBDBBB zY D BDBDBDD DDD ܪ