পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিৱেকানন্দ । যাওয়া হইল। এই রাস্তাটি কলম্বোব প্ৰান্তভাগে অবস্থিত ; কলম্বোরা যে বিখ্যাত দারুচিনিবাগান আছে তথা হইতে সিকি মাইল। এই দারুচিনি যাগানের মধ্যেই স্বামিজীর থাকিবার স্থান নির্দিষ্ট হইয়াছিল। বার্ণেস ষ্টুীটেব আরম্ভস্থলে নারিকেল শাখা ও পত্রপুষ্প-শোভিত একটি অতি সুদৃশ্য তোৰণ নিৰ্ম্মিত ইয়াছিল এবং তদুপরি মঙ্গলাভ্যর্থনাসূচক পদাবলী (Welcome ইত্যাদি ) শোভা পাইতেছিল। ঐ রাস্ত হইতে বাঙ্গালা পৰ্যন্ত কুসুমমালিকাবেষ্টিত তালপত্র দ্বাবা সজ্জিত হইষাছিল। স্বামিজীর পশ্চাৎ পশ্চাৎ সহরে যত গাড়ী ছিল সবগুলিতে এবং পরিশেষে পদব্ৰজে বহুসংখ্যক লোক সভাস্থলে গমন করিতে লাগিলেন। বাঙ্গালার প্রবেশমুখে তাল ও চিরহিৎ ( Evergreen) পত্ৰিদ্বাৰা আর একটি অৰ্দ্ধচন্দ্ৰাকৃতি তোৰণ অতি মনোহর ভাবে সাজান হইয়াছিল। স্বামিজী যান হইতে অবতরণ করিবামাত্র ধ্বজ, ছত্ৰ, চামর ও পুস্পাদিতে পরিবৃত হইযা শ্বেতবস্ত্রাস্তীর্ণ পথের উপর দিষা বাঙ্গালাব সম্মুখস্থ প্ৰকাণ্ড সভামণ্ডপ মধ্যে প্রবেশ করিলেন। তখন কনসার্টে প্ৰাণ উদাস করিয়া একটি ভারতীয। গৎ বাজিতেছিল। স্বামিজী মঞ্চোপবি পদাৰ্পণ কবিবামাত্র শিল্পীকৌশলরচিত। একটি সুন্দর কমলের দল সহসা প্ৰস্ফুটিত হঈষা তন্মধ্য হইতে একটি ক্ষুদ্র পক্ষী নিৰ্গত হইয়া ইতস্ততঃ উড়িতে লাগিল। অনন্তর তিনি আসন পরিগ্ৰহ করিলেন ও চতুর্দিক হইতে তাহার মস্তকোপরি অজস্র পুষ্পবর্ষণ আরম্ভ হইল। অনেকে তঁহাকে দেখিবার আগ্রহে অনেক স্থানের সাজসজ্জা ভাঙ্গিয়া ফেলিল । ఫి