পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলমোড়া । নাইনিতাল হইতে আলমোড়া গমন করিষা, স্বামিজী সেভিয়ার দম্পতির আবাসে এবং তঁহার শিষ্যগণ আর একটা বাটীতে অবস্থান করিতে লাগিলেন। এখানে শ্ৰীমতী আনি বেশাস্তুের সহিত স্বামিজীর দুইবার সাক্ষাৎ হয় এবং উভয়ে বহুক্ষণব্যাপী সুমিষ্ট আলাপে সময় অতিবাহিত করেন। স্বামিজী প্ৰত্যহ প্ৰত্যুষে উঠিয়া গুক ভ্রাতৃগণের সহিত দমণে বহির্গত হইতেন, তারপর মিসেস বুলের বাসস্থানে উপস্থিত হইয়া সেখানে প্রাতরাশ সমাপন কয়তঃ অনেকক্ষণ বসিয়া গল্প করিতেন । এই গল্প শুধু যে হাস্য-কৌতুকপূৰ্ণ অসার কথোপকথনে পৰ্য্যবসিত হইত। তাহা নহে, নানাবিধ সরাস আলোচনার সহিত বহু শিক্ষাপ্রদ উপদেশও থাকিত এবং এত বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ উত্থাপিত হাঁইত যে সেগুলি সব মনে রাখিতে পারিলে একটী প্ৰকাণ্ড লাইব্রেরী পাঠের তুল্য ফললাভ হইতে পারিত। আমরা এখানে সিষ্টার নিবেদিত প্ৰণীত ‘স্বামিজীর সহিত ভ্রমণের কাহিনী” নামক পুস্তক হইতে কিয়দংশ উদ্ধত করিয়া পাঠকগণকে স্বামিজী কর্তৃষ্ণ আলোচিত বিষয়ের বিশালতার কিঞ্চিৎ পরিচয় প্ৰদান করিব । “প্ৰথম দিন প্ৰাতঃকালে সভ্যতার কেন্দ্রীর আদর্শ-সম্বন্ধে কথা উঠিল। অর্থাৎ স্বামিজী দেখাইলেন পাশ্চাত্য সভ্যতার কেন্দ্ৰস্থলে সত্যানুরাগ এবং প্ৰাচ্য সভ্যতার কেন্দ্ৰস্থলে সতীত্ব