পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । পরদিন শনিবার। ঐ বাঙ্গালায় স্বামিজীকে দর্শন করিবার জন্য ধনী, দরিদ্র নানাবিধ লোকের সমাগম হইতে লাগিল । তিনিও ধনিী-দরিদ্র নির্বিশেষে সকলকে যথোচিত সম্ভাষণ ও সকলের প্রশ্নের যথোচিত উত্তর দিতে লাগিলেন। একটি দরিদ্র রাণীর স্বামী সন্ন্যাসী হইয়া গিয়াছিলেন। তিনি ফলমূল উপাঙ্কার • ক্রস্তে স্বামিজীব নিকট উপস্থিত হইষা স্বামিজীকে ঈশ্বর লাভের উপায় জিজ্ঞাসা করিলেন। স্বামিজী তাহাকে ভগবদগীতা পাঠএবং গৃহস্থের কৰ্ত্তব্য যথোচিত পালন করিতে উপদেশ দিলেন । রমণী বলিলেন “গীতা না হয় পড়িলাম, কিন্তু যদি সত্য উপলব্ধি করিতে না পারিলাম, তবে কি হইল ?” উত্তর-পশ্চিম প্রদেশ কষ্টতে ভাগত জনৈক দরিদ্র ভক্ত একদিন স্বামিজীকে নিমন্ত্রণ করিয়া পক্সিতোষপূর্বক খাওয়াইলেন । কিন্তু স্বামিজী এবং তঁহার সঙ্গিগণের সনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও তিনি স্বামিজীব সম্মুখে আসন পরিগ্ৰহ করিলেন না ; স্বামিজী যতক্ষণ রহিলেন, তিনি দাড়াইয়া রহিলেন। স্বামিজীয় পাশ্চাত্য শিস্যগণ দরিদ্র হিন্দুগণেরও ঈশ্বর উপলব্ধি করিবার প্রবল আগ্রহ ও সাধু-ভক্তি দেখিয়া বিস্মিত হইতে লাগিলেন। স্বামিজীয় সম্মানার্থ এই বাঙ্গালার নাম “বিবেকানন্দ-মন্দির’ রাখা হইল । ঐ দিন অপরাহে ‘ফ্লোরাল হল’ নামক স্থানে একটি বৃহৎ জনমণ্ডলীয় সম্মুখে স্বামিজী ভারত প্ৰত্যাবৰ্ত্তনের পর তাহার প্রথম 3FTs cara i fIR: “India the Holy Lando ( off ভায়ত) । এত শ্রোতার সমাগম হইয়াছিল যে হলে তিলাৰ্দ্ধ স্থান ছিল না। এই সুদীর্ঘ বক্তৃতার আরঙভাগ এইরূপ - Šსტსტ8