পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশ্মীরে। এটা কি ভালো ? স্বামিজী তাহাতে জবাব দিয়াছিলেন “আমরা জ্যোতির সস্তান, আনন্দের তনয়, আমরা কেন মুখ অন্ধকার করে থাকবো ?” ২৩শে তাহারা মাৰ্ত্তণ্ডের ধ্বংসাবশেষ দর্শন করিলেন । মন্দিরটির গথিক ধরণের নিৰ্ম্মাণ-প্ৰণালী দেখিয়া স্বামিজী পূৰ্ত্তশিল্প সম্বন্ধে আলোচনা করিতে লাগিলেন। ২৫শে আচ্ছােবল (অক্ষয় বল ) নামক স্থানে পৌছিলেন। এখানে স্বামিজী দুই তিন সহস্ৰ যাত্রীকে অমরনাথ গমন করিতে দেপিয়া স্বয়ং সেখানে যাইবার অভিপ্ৰায় প্ৰকাশ করিলেন। সন্ধ্যার সময় নৌকায় পৌঁছিয়া জিনিষপত্ৰ গোছান ও পত্ৰাদি লেখা হইল । পরদিন বৈকালে সকলে বাওয়ান যাত্ৰা করিলেন । অমরনাথের দুৰ্গম পথে নিবেদিতা ব্যতীত স্বামিজীর শিষ্যগণের মধ্যে আর কেহ তাহার সঙ্গী ছিলেন না । স্থির হইল যতদিন স্বামিজী ফিরিয়া না আসেন। ততদিন তঁাহারা পাহলগামে অবস্থিতি করিবেন। s ክሡዓ እ