পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । বৃন্দাবনে পুরুষের সহিত স্ত্রীগণের সাক্ষাৎ নিষিদ্ধ, এই বলিয় সাধু যাইতে অস্বীকাব করেন। যখন তিনবার এইরূপ ঘটিল। তখন মীরাবাই-“বৃন্দাবনে কেহ পুৰুষ আছে তাহা জানিতা না। আমাৰ ধারণা ছিল যে, শ্ৰীক্লষ্ণই একমাত্র পুরুষৰূপে এখানে বিরাজ করিতেছেন।” এই বলিযা স্বযং তঁহা, নিকট গমন করিলেন, এবং যখন বিস্মিত সাধুর সহিত সাক্ষাৎ হইল তখন তিনি ‘নিব্বোধ, তুমি নাকি নিজেকে পুরুষ বলিষ অভিহিত করা ?” এই বলিষা স্বীয অবগুণ্ঠন সম্পূর্ণ উন্মোচন করিয়া ফেলিলেন। আর যেমন সাধু সভযে চীৎকাব করিয় তাহার সম্মুখে সাষ্ট্রাঙ্গে প্ৰণিপাত করিলেন, অমনি তিনিও মাতা যেৰূপ সন্তানকে আশীব্বাদ করেন, সেইৰূপে তাহাবে আশীব্বাদ করিলেন। মীরাবাইযের দৈন্য, প্রার্থনাপরতা সৰ্ব্বজীব-সেবা প্রচার এবং রাজ্ঞী হইযাও কৃষ্ণপ্রেমে রাজপা, ত্যাগ করিয়া ভূমণ্ডলে বিচবণ স্বামিজীকে অত্যন্ত মুগ্ধ কবিয়া ছিল, এবং মীরাবাইয়ের এই গানটী আবৃত্তি করিতে তিনি বড় ভালবাসিতেন ও তাহা অনুবাদ করিয়া শুনাইতেন হরিসে লাগি রহোরে ভাই । তেরা বনত বনত বনি যাই । অঙ্কা তারে বঙ্কা তারে তারে সুজন কসাই । সুগা পড়ায়কে গণিকা তারে তারে মীরাবাই । দৌলত দুনিয়া মাল খাজনা বুনিয়া বৈল চরাই। এক বাতিক টাণ্টা পড়েতে খোঁজ খবর না পাই ।