পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেলুড় মঠ প্ৰতিষ্ঠা । ১৮ই অক্টোবব স্বামিজী বেলুড় মঠে ফিরিলেন। মঠেব কেহ র্তাহাব আগমন সংবাদ পূর্বে প্ৰাপ্ত হন নাই। সুতরাং তাহাকে দেখিযা সকলেই প্ৰথমে আনন্দিত হইলেন, কিন্তু পরে তাহাব শৰীবেব অবস্থা দর্শনে সে আনন্দ শাস্ত্ৰই বিষাদে পবিণত झझेठा । স্বামিজী ভগ্নদেহ লইযা পুনবাষ কাৰ্য্যে প্ৰবৃত্ত হইলেন। পূৰ্ব্ববৎ ধৰ্ম্মলোচনা, শাস্ত্ৰপাঠ, ব্যাখ্যা, প্রশ্নোত্তব চলিতে লাগিল ও মঠবাসীদেব জীবনগঠনেব জন্য বিশেষ চেষ্টা হইতে লাগিল । তিনি মঠেব সন্ন্যাসীদেব জন্য অনেকগুলি নূতন নিষম প্ৰণয়ন করিলেন ও পড়াশুনা, সাধনা প্ৰভৃতির জন্য পৃথক পৃথক সময় নির্দিষ্ট করিষা দিলেন। ১২ই নভেম্বব ৬/কালীপূজার দিন স্বযং মাতাঠাকুবাণী কয়েকজন মহিলােভক্তসঙ্গে মঠেব জায়গা দেখিতে আসিলেন, সাধুৱা সকলেই উপস্থিত ছিলেন এবং পূজা ও ভোগেব বিস্তৃত আযেজন হই যাছিল। বৈকালে মা ঠাকুবাণী, তাহার সহযাত্রী মহিলাগণ, স্বামিজী ও স্বামী ব্ৰহ্মানন্দ এবং সারদানন্দ কলিকাতায় ফিরিষা বাগবাজারে সিটার নিবেদিতার বালিকা বিদ্যালয় খুলিবার উৎসবে যোগদান করিলেন। মা-ঠাকুরাণী এই বিদ্যালষের উপর ভগবতীর মঙ্গলাশীষ প্রার্থনা করিলেন। নিবেদিত এই সময় হইতে বাগবাজারে শ্ৰীশ্ৰীমঠাকুরাণীর FFH