পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्रक्षामौ दिgवकामन्ङ्ग (কাজে পরিণত ) কবি। বড় বড় principle (মীমাংসা) কেবল শুনলে কি হবে ? সেগুলিকে practical field.এ দাড় করাতে-প্ৰতিনিয়ত কাজে লাগাতে হবে । শাস্ত্রের লম্বা লম্বা কথাগুলি কেবল পড়লে কি হবে ? সেগুলি আগে বুঝতে হবে।--তারপর জীবনে ফলাতে হবে। বুঝলি ? একেই বলে practical religion ( কৰ্ম্মজীবনে পরিণত ধৰ্ম্ম ) ।” এই সালের এপ্রিল মাস হইতে মঠের গুহাদি নিৰ্ম্মাণ আরম্ভ হইয়াছিল। হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় নামক ঠাকুরের একজন ভক্ত ও ডিষ্ট্রিক্ট ইঞ্জিনিয়াব। (ইনি এক্ষণে স্বামী বিজ্ঞাননন্দ নামে পরিচিত ও একসময়ে প্ৰয়াগ মঠের অধ্যক্ষ ছিলেন ) এই সকল কাৰ্য্যের তত্ত্বাবধান করিতেছিলেন। যদিও ৯ই ডিসেম্বর ( ১৮৯৮) ঠাকুব-প্ৰতিষ্ঠা উৎসব সম্পন্ন হইল এবং কয়েকজন সন্ন্যাসী এখন হইতেই মঠের নূতন বাটীতে বাস করিতে লাগিলেন, তথাপি পর বৎসর জানুয়াৱী পৰ্য্যন্ত মঠ নীলাম্বর বাবুর বাগান বাড়ীতেই রহিল। br為8