পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোগবৃদ্ধি । স্বামিজীর শরীর ক্রমশঃই খারাপ হইতে লাগিল। হঁপানীয় টানে তিনি বড় কষ্ট পাইতেছিলেন। ২৭শে অক্টোবর সুপ্ৰসিদ্ধ ডাক্তার আর, এল, দত্তের নিকট র্তাহার বক্ষ পরীক্ষা করান। হইল। তিনি ও কবিরাজেরা সকলেই বলিলেন যে খুব সাবধানে না থাকিলে পীড়া সাংঘাতিক হইবার সম্ভাবনা। এ সময়ে স্বামিজীর চিত্ত বাহবিষয়ে সম্পূর্ণ উদাসীন হইয়া পড়িয়াছিল। একটা কথা জিজ্ঞাসা করিয়াই হয় তা গভীর চিন্তায় নিমগ্ন হইতেন, দশ বারোবার প্রশ্নের জবাব দেওয়া হইলেও হয় ত তিনি পুনরায় প্রশ্নটি জিজ্ঞাসা করিতেন। উত্তরই তাহার কর্ণে ८औंछाङ्ग्रेऊ न । কাশ্মীর হইতে ফিরিবার দুই তিন দিন পরে স্বামি-শিষ্য সংবাদ প্ৰণেতা শ্ৰীযুক্ত শরচ্চন্দ্র চক্ৰবৰ্ত্তী মহাশয় একদিন মঠে আসিলে স্বামী ব্ৰহ্মানন্দ প্ৰভৃতি সন্ন্যাসিগণ তঁহাকে স্বামিজীর সহিত দেখা করিতে ও যাহাতে স্বামিজী উচ্চ ভাব-ভূমি হইতে কিঞ্চিৎ নামিয়া আসেন তাঙ্কার জন্য চেষ্টা করিতে বলিলেন। শরৎবাবু গৃহে প্ৰবেশ করিয়া দেখিলেন স্বামিজী পূৰ্ব্বাস্ত হইয়া আসনে উপবিষ্ট। মন অস্তমুখী। স্বামিজী তাহার গৃহপ্ৰবেশ প্ৰথমে লক্ষ্যই করেন নাই। শরৎবাবু দেখিলেন তাহার বামচক্ষুতে একস্থানে রক্ত জমাট বাধিয়া রহিয়াছে। জিজ্ঞাসা করিলেন উহা কি করিয়া হইল। স্বামিজী বলিলেন, “ও কিছু se