পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । কলম্বো হইতে স্বামিজীয় জাহাজে করিয়া মান্দ্ৰাজে যাইবার সংকল্প ছিল । কিন্তু সিংহল এবং দক্ষিণাত্যের বিভিন্ন সহায় হইতে ক্রমাগত তার আসিতে লাগিল যে “আপনি একবার মাত্র এখানে পদাৰ্পণ করিয়া আমাদিগকে কৃতাৰ্থ করুন।” সকলের অম্বুরোধে স্বামিজী তাহার পূর্ব অভিপ্ৰায় পরিত্যাগ করিয়া স্থলপথে লমণ করিতে মনস্থ করিলেন এবং ১৯শে মঙ্গলবার প্রাতঃকালে স্পেশাল সেলুনে কাণ্ডি যাত্ৰা করিলেন। কাণ্ডি সিংহলের প্রসিদ্ধ পাৰ্ব্বত্য স্বাস্থ্যনিবাস । রেলওয়ে ষ্টেশনে বহুসংখ্যক ব্যক্তি স্বামিজীর জন্য অপেক্ষা করিতেছিলেন। তিনি পৌছিবামাত্র তাহারা মহাসমাদরে অভ্যর্থনা করিলেন ও দেবমন্দির চিহ্নিত পতাকা, জয়ধ্বনি ও বাদ্যনাদ সহকারে তঁহাকে একটি বাঙ্গালায় লইয়া গিয়া এক মনোহর অভিনন্দন প্ৰদান করিলেন। অভিনন্দনের একটি সংক্ষিপ্ত উত্তর দিয়া কিঞ্চিৎ বিশ্রাম ও সহরের প্রধান প্ৰধান দ্রষ্টব্য বস্তু দর্শনের পর স্বামিজী কাণ্ডি পরিত্যাগ করিলেন ও সেই দিবস সন্ধ্যার সময়ে ‘মাতালে’ নামক স্থানে পৌঁছিয়া তথায় রাত্রিযাপন করিলেন। পরদিন প্রাতে প্রায় দুইশত মাইল দূরবর্তী জাফনাভিমুখে যাত্রা করা হইল। বড় মজার যাত্ৰা -২০০ মাইল ঘোড়ার গাড়ীতে ! এই স্থানের প্রাকৃতিক দৃশ্য ভুবন-মনোহর। পথের উভয় পাশ্ব শস্য-শ্যামোজ্জল শোভা বিস্তার করিয়া পথিকগণের প্ৰাণ ভুলাইতে লাগিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ‘ডাম্বুল” নামক স্থানের কয়েক মাইল পরেই পাহাড় হইতে নামিবার সময় গাষ্ঠীর সম্মুখভাগের একখানি চাকা ভাঙ্গিয়া যাওয়াতে রাস্তায় তিন ঘণ্টা Nor 1.