পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । বহির্গত হইয়া দেখিলেন, একটি লোক ভীষণ আমাশয় রোগে আক্রান্ত হইয়া রাস্তার ধারে পড়িয়া শীতে কঁাপিতেছে ও যাতনায় ছটফট করিতেছে-পরিধানে একখানি ধূলিধূসরিত ছিন্নবস্ত্ৰ। তিনি পরের বাটীতে অতিথি হইয়াছিলেন, সুতরাং প্ৰথমে কি করিয়া গৃহস্বামীর বিনা অনুমতিতে সে ব্যক্তিকে তথায় লইয়া যান ভাবিতে লাগিলেন। কিন্তু তাহার হৃদয় শুনিল না । গুরুভাইয়ের সাহায্যে ধীরে ধীরে রোগীকে দাড় করাইলেন এবং দুইজনে ধরাধরি করিয়া তাহাকে প্রিয়বাবুর বাটীতে আনিলেন। সেখানে একটি ঘরে তাহাকে রাখিয়া তাহার অঙ্গমার্জনা করি।-- লেন, তাহাকে একখানা কাপড় পরাইলেন ও আগুনের সেঁক দিতে লাগিলেন। শুশ্ৰষা করিতে করিতে লোকটি ক্রমশঃ আরোগ্যলাভ করিল। প্রিযবাবু ইহাতে বিরক্ত হওয়া দুরে থাকুক, বরং আরও আহ্বলাদিত হইয়াছিলেন। বুঝিয়াছিলেন ষে বিবেকানন্দ শুধু মানসিক বলে বলীয়ান নহেন, তাহার হৃদয়ের গভীরতা ও অসীম । এই সময়ে যে সকল খ্যাতনামা ভারতবাসী স্বামিজীকে পত্ৰাদি লিখিয়াছিলেন। তন্মধ্যে বোম্বাইয়ের স্বনামধন্য ধনকুবের স্তার জামসেদজিী তাতার নিম্নলিখিত পত্ৰখানি উল্লেখযোগ্য। দুঃখের বিষয় স্বামিজী ইহার যে প্ৰত্যুত্তর দিয়াছিলেন তাহা এক্ষণে পাওয়া দুঃসাধ্য । “Đear Swami Vivekananda, trust you remember me as a fellow-traveller on your soyage from Japan to Chicago. I very much recall at this So R