পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ম্মব্ৰতের দীক্ষাদান । একটি জিনিষের উপর স্বামিজী খুব্ধ জোর দিতেন। সেটি হইতেছে শরীরের দৃঢ়তা সাধনা। তিনি দাড় টানার বিশেষ *Fish f(air face--"I want sappers and miners of the army of religion So boys set yourselves to the task of training your muscles. For ascetics, mortification is all right For workers well-developed bodies, muscles of iron and nerves of steel f” ( অর্থাৎ গুরুভার পর্বতসম বিস্তুরাশি অতিক্রমণ পূৰ্ব্বক ধৰ্ম্মের পথ প্ৰস্তুত করিবার জন্য লৌহবৎ দৃঢদেহ একদল কৰ্ম্মীর প্রয়োজন ) মঠের সন্ন্যাসীদের পক্ষে অধ্যয়নও তিনি বিশেষ আবশ্যক মনে করিতেন। কারণ তত্ত্বারা বুদ্ধিমার্জিত হয়, ধারণা ও নিষ্ঠ দৃঢ় হয় এবং সমাজ ও ধৰ্ম্ম-বিষয়ক নানা প্রশ্নের মীমাংসা করা ও দেশ কাল পাত্ৰ বিবেচনায় বিধিব্যবস্থাও নিয়মাদি সৃজন করার পক্ষে অনেক সুবিধা হয়। অ্যাগ এবং অখণ্ড ব্ৰহ্মচৰ্য্যই যে চরম জ্ঞানলাভের একমাত্র সোপান ইহা তিনি মঠের সন্ন্যাসীদিগের চিত্তে দৃঢ়ভাবে মুদ্রিত করিবার চেষ্টা - করিতেন! আর ত্যাগ শব্দের অর্থ শুধু কৰ্ম্মে নয়, মন হইতে ত্যাগ। তিনি বলিতেন ‘সন্ন্যাসীর জীবন অন্তর প্রকৃতির সঙ্গে একটা তুমুল সংগ্রাম। সুতরাং যদি জয়ের আশা করিতে চাও, তবে কঠোর তপস্যা, আত্মনিগ্ৰহ এবং ধ্যান-ধারণায় লাগিয়া, श्i७ ।” সন্ন্যাস-জীবনের প্রথম অবস্থায় গুরুর শাসনাধীনে বা বিধিনিয়মের বশবৰ্ত্তী হইয়া থাকা বিশেষ আবশ্যক বলিয়া তিনি ads