পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । জাগান। সমস্ত দেশটা বৃহৎ অজগরের মত আপনার শক্তিতে বিশ্বাস হারিয়ে ঘুমুচ্ছে--সাড়া নেই শব্দ নেই।-যেন মরেই গেছে। যদি একবার কোনরূপে তাকে জাগিয়ে তার সনাতন ধৰ্ম্মের মধ্যে কি শক্তি আছে জানিয়ে দিতে পারি, তবে বুঝবো ঠাকুর ও আমাদের আসা বৃথা হয়নি। শুধু এই একটিমাত্র ইচ্ছে আছে—মুক্তি ফুক্তি এর কাছে তুচ্ছ। আশীৰ্ব্বাদ করুন যেন কৃতকাৰ্য্য হুই । নাগ মঃ । ঠাকুর আপনাকে নিয়ত আশীব্বাদ কপূছেন। আপনার ইচ্ছার গতিরোধ কে করে ? যা ইচ্ছা কৰূবেন-তাই হবে । স্বামিজী। কই কিছুই হয় না-ৰ্তার ইচ্ছে ভিন্ন কিছুই হয় ,可11 নাগ মঃ। উষ্ঠার ইচ্ছ। আর আপনার ইচ্ছা এক হ’য়ে গেছে; আপনার যা ইচ্ছ, তা ঠাকুরেরই ইচ্ছ। জয় রামকৃষ্ণ ! জয় রামকৃষ্ণ ! স্বামিজী। কাজ করতে গেলে মজবুত শরীর চাই ; এই দেখুন। এদেশে এসে অবধি শরীর ভাল নাই ; ওদেশে বেশ ছিলুম। নাগ মঃ। ঠাকুর বলতেন দেহে থাকৃতে হ’লে টেক্স দিতে হয়। রোগ শোক সেই টেক্স। কিন্তু আপনার দেহ যে মোহরের বাক্স ; ঐ বাক্সের খুব যত্ন চাই ; কে কবৃবে ? কে বুঝবে ? ঠাকুরই একমাত্র বুঝেছিলেন। জয় রামকৃষ্ণ ! জয় রামকৃষ্ণ ! স্বামিজী। মঠের এরা আমায় খুব স্বত্বে রাখে। 余波总