পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফলকে তিনি উজ্জল অক্ষরে যে মানব-প্রীতির নিদর্শন, রাখিয়া গিয়াছেন তাহা কখনও লুপ্ত হইবার নাহে।” ৩১শে জুলাই লণ্ডনে পৌঁছিয়া টলবেরী ডকে অবতরণ করিবামাত্র অনেকগুলি শিষ্য ও বন্ধুর সহিত স্বামিজীর সাক্ষাৎ হইল। ইহার মধ্যে দুই জন আমেরিকান মহিলাকে দেখিয়া তিনি বিস্ময় বোধ করিলেন। ইহার একখানি ভারতীয় পত্রিকায় তাহার সমুদ্রযাত্রার খবর পাইয়া ও তঁহার স্বাস্থ্যভঙ্গ সংবাদে অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া সুদূর ডিট্রয়েট হইতে র্তাহাকে দেখিবার জন্য লণ্ডনে আসিয়া উপস্থিত হইয়াছিলেন। ! এবারে স্বামিজীী লণ্ডনে সাধারণ সভায় কোন বক্তৃতা দেন "নাই। মাঝে মাঝে শুধু কথপোকথন হইত। মাত্র। ১৬ই ':আগষ্ট আমেরিকাবাসীদিগের, পুনঃ পুনঃ আহবানে তিনি ? ভুৱীয়ানন্দ স্বামী ও আমেরিকান শিষ্যদিগের সহিত লণ্ডন মৃত্যাগ করিলেন। se