পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিংহলে । ভূমির সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ করিয়াছেন । এইরূপে আমাদের ধৰ্ম্মের জন্য আপনি যে নিঃস্বাথভাবে পরিশ্রম করিয়াছেন তজ্জন্য আমরা এই সুযোগে, আপনাকে আমাদের হৃদয়ের গভীর কৃতজ্ঞতা জানাইতেছি। আরও এই জড়বাদ-সৰ্ব্বস্ব যুগে যখন সৰ্ব্বত্রই শ্রদ্ধার হ্রাস ও আধ্যাত্মিক সত্যান্বেষণে লোকের অরুচি, এই ঘোর দুর্দিনে আপনি যে আমাদের প্রাচীন ধৰ্ম্মের পুনরভৃত্যুদয়ের জন্য আন্দোলন আরম্ভ করিয়াছেন, তজ্জন্যও আমাদের বহুতর ধন্যবাদ গ্ৰহণ করুন। ” ইত্যাদি। 来 褒 鲁 পরদিন সন্ধ্যা সাতটার সময় তিনি হিন্দু কলেজে প্ৰায় চারি হাজার ব্যক্তির সমক্ষে “বেদস্ত’ সম্বন্ধে একটি বক্তৃতা দেন । সেই বক্তৃতা শ্রবণে সভাস্থ সমুদাষ লোকের অন্তঃকরণে তড়িৎপ্রবাহ বহিয়াছিল। স্বামিজীর বক্তৃতা শেষ হইলে সেভিয়ার সাহেব সমবেত জনমণ্ডলীর অনুরোধে তাহার হিন্দুধৰ্ম্ম গ্রহণের কারণ ও স্বামিজীর সহিত ভারতবর্ষে আসার উদ্দেশ্য বিবৃত করিয়া একটি নাতিক্ষুদ্র বক্তৃতা দিলেন। জাফনাতেই স্বামিজীর সিংহুল ভ্ৰমণ শেষ হইল। কলম্বো হইতে জাফনা পৰ্য্যন্ত সৰ্ব্বত্রই সিংহলবাসীরা তাহার প্রতি এত শ্রদ্ধা ও অনুরাগ প্ৰদৰ্শন করিয়াছিল ও এরূপ উৎসাত সহকারে তঁহার অভ্যর্থনা করিয়াছিল যে ভাষায় তাহা প্ৰকাশ করা অসম্ভব। সিংহল দেশে পূৰ্ব্বে কেহই স্বামিজীর পরিচয় জানিত না, তারপর বড় বড় সহর হইতে দেশের অভ্যন্তরে অন্যান্য স্থানে যাতায়াতের এমন সুবিধা নাই যাহাতে স্বামিজীর আগমনবাৰ্ত্তা সহজে সৰ্ব্বসাধারণের গোচার হওয়া সম্ভব । সুতরাং ত্যাহার &ኃ8x5)