পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । এই অভ্যর্থনা অত্যাশ্চৰ্য্য ঘটনা বলিতে হইবে। এই অল্প কয়দিনেই সিংহলাবাসীরা ঠাহাকে চিনিতে পারিয়াছিল এবং রামকৃষ্ণদেবের উপদেশ প্রচার করিবার জন্য তঁাতাকে ওদেশে লোক পাঠাইতে অনুরোধ করিয়াছিল। আবও অনেক সহর ও সুভাসমিতিব পক্ষ হইতে নিমন্ত্রণ-পত্র ও টেলিগ্ৰাম আসিতে লাগিল, কিন্তু সময়াভাবে স্বামিজী সকলোর অনুরোধ স্বাক্ষা করিতে সমর্থ হইলেন না । বিশেষতঃ এ ক্ষযদিন অনবৰত লোক সমাগমে তিনি কিছু ক্লান্ত ও পীড়িতও হইয। পড়িল্লাছিলেন। তাহার gear if ferricket--"He would have been killed with kindness if he had stayed longer in Ceylon.” (অর্থাৎ তিনি যদি আর কিছুদিন সিংহলে থাকিতেন তাহা হইলে লোকের শ্রদ্ধাভক্তি ও অনুরাগের চোটে মারা যাইতেন)। w88